বামনায় উত্তর কাকচিড়া সরকারি খালে অবৈধভাবে বালু ভরাট করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা।
নিজস্ব প্রতিবেদক: ইসমাইল হোসেন বামনা
বরগুনার বামনা উপজেলায় সরকারি খালে অবৈধভাবে বালু ভরাট করার অপরাধে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়।
১৮৬০ এর ২৬৯ দন্ডবিধি ধারায় রামনা ইউনিয়নের দক্ষিন রামনা গ্রামের আঃ রশিদের ছেলে জলিল হোসেনক পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন বামনা উপজেলার নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা।
মঙ্গলবার ০৭/০৭/২০ ইং তারিখ দুপুর দুই টার দিকে সাংবাদিক মিরাজ খানের দেওয়া তথ্য অনুযায়ী বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা রামনা ইউনিয়নের দক্ষিণ রামনা গ্রামের আব্দুর রশিদের ছেলে জলিল হোসেনকে সরকারি খালে অবৈধভাবে মাটি ভরাট করছে বলে এ অর্থদন্ড করা হয়।
এছাড়াও আগামী পাঁচ দিনের ভিতরে জায়গা থেকে বালু অন্যত্র সড়িয়ে নেয়ার আল্টিমেটাম দেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা বলেন, আমি যতোদিন বামনা উপজেলায় দায়িত্বরত অবস্থায় আছি ততোদিন এ ধরনের কাজ কেউ করতে পারবেন না।কোন এক সাংবাদিকের গোপন সংবাদের ভিওিতে জানতে পারি উওর কাকচিড়া বাজার সংলগ্ন সরকারি খালের জমিতে অবৈধভাবে বালু ভড়াট করে জমি দখল করছে। সরেজমিনে এসে ঘটনার সত্যতা পেয়ে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদণ্ড করা হয়েছে এবং পাঁচ দিনের ভিতরে তারা জমি খালি করে দিবে এ মর্মে তাদের কাছ থেকে মুছলেখাও নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সরকারি কোন খাল, ডোবা এবং নদীতে কেউ কোন অবৈধভাবে দখল করবেন না। যদি কেউ অবৈধভাবে দখল করেন তাহলে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি পেতে হবে। এটা আমার অঙ্গীকার। তাছাড়া কেউ কোন অন্যায় করে আমার হাত থেকে রেহাই পাবেন না বলেও তিনি সকলকে হুশিয়ারী করেন।