বাংলাদেশ

বিদ্যুৎ বিল তৈরিতে অনিয়মের জন্য ২৯০ জনকে শাস্তির সুপারিশ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক,
ভূতুড়ে বিদ্যুৎ বিল কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২শ ৯০ জনকে শাস্তির সুপারিশ করা হয়েছে। রবিবার (৫ জুলাই) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, বিদ্যুৎ সচিব সুলতান আহমেদ।
সচিব জানান, এরইমধ্যে বেশ কয়েকজনের নিয়োগ বাতিল, চাকরি থেকে অব্যাহতিসহ আরো বিভিন্ন ধরনের শাস্তির ব্যবস্থা নেয়া হয়েছে। এই অনিয়মের বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজ চলছে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড তদন্ত রিপোর্ট জমা দিয়েছে বলেও জানান তিনি। সচিব জানান, গ্রাহকদের থেকে নেয়া অতিরিক্ত অর্থ জুন মাসের বিলের সাথে সমন্বয় করা হবে।

করোনা ভাইরাস সংকটের কারণে বাড়ি বাড়ি গিয়ে মিটার রিড না করায় ভূতুরে বিলের ঘটনা ঘটেছে। এসময় বিদ্যুতের বিল নিয়ে গ্রাহক ভোগান্তির কারণে দুঃখ প্রকাশ করেছেন তিনি

Leave a Reply

Back to top button

এড ব্লক এল্যার্ট

আমাদের সাইটি ভিজিট করতে দয়া করে আপনার ব্রাউজারের এড ব্লক এক্টেনশনটি বন্ধ করুন।