পাথরঘাটা

পাথরঘাটায় লোকালয়ে পুরুষ হনুমান, বন বিভাগ নিরব ।

নিজস্ব প্রতিবেদক মেহেদী হাসান নাচনাপাড়া,
বরগুনার পাথরঘাটায় এক সপ্তাহ ধরে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের মানিকখালি গ্রামে লোকালয়ে একটি হনুমান দেখা যাচ্ছে। এর আগে কাঠালতলী ইউনিয়নে হনুমানটি দেখা যায়। হনুমানটিকে দেখতে শিশু-নারীসহ উৎসুক জনতার ভিড় লক্ষ করা যাচ্ছে। তারা হনুমানটিকে কলা, আপেলসহ নানা রকমের ফল খাওয়াচ্ছেন, কেউ কেউ আবার হনুমানটিকে উত্ত্যক্তও করছেন। আজ শনিবার সকালে নাচনাপাড়া ইউনিয়ন এর নাচপাড়া বাজার সংলগ্নে একটি গাছে হনুমানটিকে ঘোরাফেরা করতে দেখা যায়। এ গাছ থেকে ও গাছে যাচ্ছে হনুমানটি। আবার কখনো বাড়ির ছাদে ও ঘরের চালে ঘুরে বেড়াচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, হনুমান টি সম্ভবত সুন্দরবন উপকূল থেকে এসেছে, এখন এটি বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছে। হনুমানটি মানুষ দেখলেই কখনো গাছের উঁচু ডালে, কখনো ঘরের চালে উঠছে। শিশুরা ঢিল ছুড়ে হনুমানটিকে নানাভাবে উত্ত্যক্ত করছে।
এ বিষয়ে মুঠোফোনে কথা রেঞ্জ কর্মকর্ত মোঃ মনিরুজামান জনিয়েছেন ওই হনুমানটি একটি পুরুষ হনুমান,হনুমানটি বেশ কিছু দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে,তাই তিনি জানান এলাকাবাসী যেন হনুমানটিকে বিরক্ত না করে।
এসময় এটিকে সরিয়ে নেওয়ার জন্য বলা হলেও তারা বলেন এটি সব জায়গায় ঘূরতেছে।

Leave a Reply

Back to top button

এড ব্লক এল্যার্ট

আমাদের সাইটি ভিজিট করতে দয়া করে আপনার ব্রাউজারের এড ব্লক এক্টেনশনটি বন্ধ করুন।