অনলাইন ডেস্ক,
করোনা ভাইরাসেে আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ দলের ক্যাপ্টেইন মাশরাফি বিন মর্তুজা এই খবরে ক্রিকেট পাড়া সহ দেশে একটি বড় আলোচনা হয়েছিলো। এবার আশার বানী হলো তিনি আগের চেয়ে সুস্থ আছেন। কোনো সমস্যা নেই, তবে খাওয়ায় রুচি নেই কিন্তু খাওয়া-দাওয়া করতে পারছে। জ্বর কাশি বা অন্যান্য উপসর্গ নেই বলে জানা গেছে। গত ২২ জুলাই এ বিষয় তার ফেইসবুক পেইজেও বলেনঃ আমি এখন পর্যন্ত শারীরিক ভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছি। কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক। হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য সম্পুর্নভাবে ভিত্তিহীন। কোন কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ধরনের নিউজ এ আপনারা বিচলিত হবেন না।
সবাই আমার জন্যে দোয়া করবেন। সবাই কে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে।
আল্লাহ সবার সহায় হোন।
সূত্রে আরো জানা যায়, শরীরের অবস্থা এখন আগের চেয়ে অনেকটাই ভালো। জ্বর, কাশিসহ অন্যান্য উপসর্গের কোনো কিছুই তার শরীরে নেই এখন। তবে খাবারের রুচি কিছুটা কমেছে। কিন্তু ভালো খবর হলো তিনি খেতে পারছেন।