নিজস্ব প্রতিবেদক,
বরগুনার পাথরঘাটা উপজেলায় গত মঙলবার রাত দুই টার দীকে এক গরু চোরকে আটক করেছে স্থানীয় গ্রামবাসী, এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি গরু স্বর্ন অলংকারসহ বেশ কিছু চুরি করার সরঞ্জাম। স্থানীয় সুত্রে জানানো হয় রাত আনুমানিক ২ টার দীকে উপজেলার সদর ইউনিয়ন এর নিজলাঠিমারা গ্রামেে চুরি করতে আসলে এলাকাবাসীর তৎপরতায় চোরকে হাতে নাতে আটক করা হয় আটক চোরের বাড়ি সদর ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে তার নাম রাজা তার বিরুদ্ধে পাথরঘাটা থানায় এখন পর্যন্ত ৮/১০ টি মামলা আছে। গত রাতে তিন বাড়িতে চুরি করে একটি গরু নিয়ে পালাবার সময় তাকে হাতেনাতে আটক করেছে গ্রামবাসীরা। আটক চোরকে পাথরঘাটা ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে । তার কাছ থেকে স্বর্ণ অলংকার। গরু এবং ঘরে প্রবেশ করার জন্য শিধ কাটার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য পাথরঘাটা উপজেলায় বিভিন্ন সময় এলাকার অসহায় মানুষের গরু চুরি করে নিয়ে যেত একটি চোর চক্র। এসময় ডিজিটাল চোখ ডটকমকে এলাকাবাসী জানায় বিভিন্ন সময় চুরি করে এই চোর গ্রপ এসব চুরি হয়ে যাওয়া গরুর পাওয়ার জন্য পাথরঘাটা থানায় লিখিতঅভিযোগ দিলেও কোনো ফলাফল পাওয়া যায়নি