পাথরঘাটাবাংলাদেশ

পাথরঘাটায় কিশোর গ্যাং, যৌন হয়রানি করছে  সহপাঠী মেয়েদের।

নিজস্ব প্রতিবেদ,
পাথরঘাটায় কিশোর গ্যাং, যৌন হয়রানি করছে  সহপাঠী মেয়েদের।
বরগুনার পাথরঘাটায় বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং, করোনাকালীন মহামারি তে তারা বিভিন্নভাবে মেয়েদের যৌন হয়রানি  করে আসছে বিভিন্ন ফেইসবুক  মেসেন্জার  গ্রুপ  খুলে তারা ১৮ + নাম দিয়ে তারা এগুলো ব্যাবহার করছে এবং তাদের সহপাঠী মেয়েদের কে সেই গ্রুপ গুলোয় যুক্ত  করে বিব্রত করছে  নাম প্রকাশে অনিচ্ছুক  এক ভূক্তভোগী জানিয়েছেন  আমাকে হঠাৎ করেই তাদের গ্রুপে যুক্ত  করে এতে আমি বিব্রত হই এবং দেখি ওখানে পর্নো বিডিও বিষয়টি টি নিয়ে আমি ব্লাকমেইলের শীকার হয়েছি, এ বিষয়  টি নিয়ে ডিজিটাল চোখ ডটকমের বার্তা  সম্পাদক মিরাজ হোসেন  অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে ফেইসবুকে একটি স্টাটাস দিলে ঐ কিশোর গ্যাং সদস্যরা তার ফেইসবুক আইডি হ্যাক করার চেষ্টা  করে  এতে তার ফেইসবুক আইডি  বন্ধ হয়ে যায়  এসকল কিশোরদের বয়স ১৫ তারা অধিকাংশই পাথরঘাটা তাসলীমা মেমোরিয়াল একাডেমির ছাত্র।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঠোফোনে  জানিয়েছেন লিখিত অভিযোগ পেলেই আমরা ব্যাবস্থা নিবো।

Leave a Reply

Back to top button

এড ব্লক এল্যার্ট

আমাদের সাইটি ভিজিট করতে দয়া করে আপনার ব্রাউজারের এড ব্লক এক্টেনশনটি বন্ধ করুন।