নিজস্ব প্রতিবেদক,
পাথরঘাটায় বর্ষা মৌসুম এলেই চরম জনদুর্ভোগ
পৌরসভার মেয়র বললেন আর্থিক সমস্যা।
বরগুনার পাথরঘাটা উপজেলার পাথরঘাটা পৌরসভার ৩ নং ওয়ার্ডের সড়কটি সংস্করণ শুরু হয়েছে দীর্ঘদিন আগেই কিন্তু মাঝপথে সড়কটির কাজ বন্ধ থাকায় চরম দূর্ভোগে পৌরসভা ও ইউনিয়ন এর বাসীন্দাদের । এদীকে বিষয় টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হৈচৈ ফেলেছে।
পাথরঘাটা পৌরসভার আয়তন ১৩.১১ বর্গ কিলোমিটার। ৯ টি ওয়ার্ড ও ৯টি মহল্লা নিয়ে এ পৌরসভাটি গঠিত। এ ৯টি ওয়ার্ডে ৯জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন।
প্রতি বছর পাথরঘাটা থানা সংলগ্ন এই সড়কে বর্ষা মৌসুম এলেই জনদুর্ভোগে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের সড়কটি আংশিক কাজ করে এখন করোনা ভাইরাসের কারনে এই কাজটি সম্পূর্ণভাবে বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছে স্থানীয় লোকজন এ নিয়ে কয়েকদফা আলোচনা সমালোচনা হলেও কোনো সমাধান পাওয়া যায় নি। এ বিষয়ে পাথরঘাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আকন মুঠোফোনে জানিয়েছেন সরকারি বিল না পেলে কাজটি শুরু করা যাচ্ছে না।