বাংলাদেশ

হত্যা মামলায় পলাতক আসামীকে ৮ ঘন্টারমধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

চাঁদা না দেয়ায় ব্যসায়ীকে কুপিয়ে হত্যা মামলার পলাতক আসামীকে ০৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৩ জুন ২০২০ তারিখ রাত ০২০০ ঘটিকার সময় র‌্যাব-৮, বরিশালের একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে ঝালকাঠি জেলার সদর থানাধীন কলেজ মোড় এলাকা থেকে চাঁদা না দেয়ায় ব্যবসায়ী মামুন মাতুব্বরকে কুপিয়ে হত্যা মামলার আসামী জিসান(২৫)কে গ্রেফতার করে। ঘটনার বিবরণে জানা যায় যে, নিহত মামুন এক জন গাছ ব্যবসায়ী ছিলো। আসামী রাব্বী এবং জিসান চাঁদা দাবি করলে মামুন মাতুব্বর চাঁদার টাকা দিতে অস্বীকার করে। গত ১২ জুন ২০২০ তারিখ রাতে রাব্বী এবং জিসান পথরোধ করে মামুন মাতুব্বরকে ধারালো অস্ত্র দ্বারা এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন আহত মামুন মাতুব্বরকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায়। আসামী রাব্বী ও জিসান এলাকায় মাদক ব্যবসা করতো এবং বিভিন্ন সময় তারা সাধারণ মানুষের নিকট থেকে চাঁদা আদায় করে আসছিলো। উক্ত ঘটনার পর বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম জিসান(২৫), পিতা- জহির, সাং- রুপাতলী ভাষানি সড়ক, ২৫নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, বিএমপি, বরিশাল বলে জানায় এবং প্রথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। র‌্যাব-৮, বরিশাল এর পক্ষ থেকে ধৃত আসামীকে বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে

Leave a Reply

Back to top button

এড ব্লক এল্যার্ট

আমাদের সাইটি ভিজিট করতে দয়া করে আপনার ব্রাউজারের এড ব্লক এক্টেনশনটি বন্ধ করুন।