৯০০ টাকা মাসিক কিস্তিতে ২০ বছর মেয়াদি বাড়ি নির্মাণে ঋন দিবে (বি এইচ বি এফসি)
অনলাইন ডেস্ক
আবাসন খাতে জমি বা ফ্ল্যাট কেনা ও বাড়ি নির্মাণ বা মেরামতে দীর্ঘমেয়াদী ঋণ দিচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। সর্বোচ্চ ৯ শতাংশ সরল সুদে এই ঋণ নিয়ে পরিশোধ করা যাবে সর্বোচ্চ ২০ বছরে। প্রবাসীরা সর্বোচ্চ ২৫ বছর মেয়াদের জন্য এই ঋণ সুবিধা উপভোগ করতে পারবেন।
এখানে সর্বোচ্চ ৯ শতাংশ সরল সুদে মানে ঋণ গ্রহিতাকে প্রতি লাখে মাসিক কিস্তি দিতে হবে সর্বনিম্ন মাত্র ৯০০ টাকা। বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ওয়েবসাইটে (http://www.bhbfc.gov.bd/) এমন তথ্যই পাওয়া যাচ্ছে।
কর্পোরশনের উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ খায়রুল ইসলাম জানান, পাঁচটি ক্যাটাগরিতে বাড়ি নির্মাণের জন্য ঋণ দেওয়া হয়ে থাকে। নগর এলাকায় যারা জমি বা প্লট কিনতে চান তাদের জন্য ‘নগর বন্ধু’, জেলা পর্যায়ে যারা ঋণ নিতে চান তাদের জন্য ‘পল্লীমা’, দেশের বাইরে থাকা যেসব প্রবাসীরা ঋণ নিতে চান তাদের জন্য ‘প্রবাস বন্ধু’, যারা নিজেদের স্থাপনা আরো ভালো করতে চান তাদের জন্য ‘আবাসন উন্নয়ন’ আর সবশেষে যারা নিজেদের স্থাপনা মেরামত করতে চান তাদের জন্য ‘আবাসন মেরামত’ নামের পাঁচটি প্যাকেজ রয়েছে।
এসব প্যাকেজের প্রতিটির ৫ বছর মেয়াদী ঋণের জন্য প্রতি এক লাখ টাকায় মাসে দুই হাজার ৭৬ টাকা, ১০ বছরে মাসিক ১ হাজার ২৬৮ টাকা, ১৫ বছরের জন্য মাসিক ১ হাজার ১৪ টাকা আর ২০ বছরের জন্য প্রতি মাসে কিস্তি আসবে সর্বনিম্ন ৯০০ টাকা।খায়রুল ইসলাম বলেন, আমাদের প্রতিষ্ঠান দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান যেটি আর্থিক খাতে ঋণ দেয়। আমরা এক সংখ্যার অংকে সরল সুদে ঋণ দিয়ে থাকি। মোট পাঁচটি ক্যাটাগরিতে ফ্ল্যাটের ক্ষেত্রে সর্বোচ্চ ৮০ লাখ আর জমির ক্ষেত্রে সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত আমরা ঋণ দিয়ে থাকি।
বাংলাদেশি নাগরিকরা এটি সর্বোচ্চ ২০ বছরে এবং যারা প্রবাসে আছেন তারা সর্বোচ্চ ২৫ বছরে মাসিক কিস্তিতে এই ঋণ পরিশোধ করতে পারবেন। ১৮ থেকে ৬৫ বছর বয়সী বাংলাদেশের যেকোন নাগরিক শর্ত সাপেক্ষে এই ঋণ সুবিধা নিতে পারবেন।ব্যাংকের তুলনায় কর্পোরেশন থেকে ঋণ নেওয়া সুবিধা ও লাভজনক উল্লেখ করে প্রতিষ্ঠানটির এই কর্মকর্তা বলেন, যেহেতু এটা একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তাই এটির সুধ সরকার কর্তৃক নির্ধারিত হয়।
গ্রাহক প্রতি মাসে যে কিস্তি পরিশোধ করবেন সেটি থেকে আমরা আসলের অংকও নিয়ে থাকি।এছাড়াও ব্যাংক সাধারণত দুই অঙ্কের সংখ্যার সুদে ঋণ দেয়। তাই ব্যাংকের তুলনায় আমাদের থেকে ঋণ নেওয়া লাভজনক। অন্যদিকে ব্যাংকে সাধারণত তিন মাস কিস্তি বকেয়া পড়লেই কর্তৃপক্ষ মামলা-মোকদ্দমা বা অন্যান্য আইনানুগ পদক্ষেপে চলে যায়। কিন্তু আমাদের এখানে সর্বোচ্চ ২৪ কিস্তি পর্যন্ত বকেয়ার সুবিধা দেওয়া হয় গ্রাহকদের। তাই তুলনামূলকভাবে বিচার করলে হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে ঋণ নেওয়া সুবিধার ও লাভজনক।
খায়রুল ইসলাম আরও বলেন, অনেক প্রতিষ্ঠান আছে যারা ঋণ দেয় কিন্তু প্রপার্টি কিনতে হবে তাদের পছন্দনীয় জায়গা থেকে। আমাদের এখানে এ ধরনের বাধ্যবাধকতা নেই, আমরা শুধু অর্থ ঋণ দিয়ে থাকি। গ্রাহকের যেখানে সুবিধা মনে হবে তিনি এই অর্থ দিয়ে সেখানেই প্রপার্টি কিনতে পারবেন।প্রবাসীরা বাড়ি নির্মাণে ঋণ সুবিধা পাওয়ার জন্য বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন:http://bhbfc.portal.gov.bd/sites/default/files/files/bhbfc.portal.gov.bd/npfblock//probasbondhu.pdf
আরও বিস্তারিত জানতে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের হেল্পলাইনে যোগাযোগ করুন: ০২-৯৫৬১৩৮০, +৮৮ ০১৫৫০-০৪৩৩০৫, +৮৮ ০১৫৫০-০৪৩৩০৬
আমি একজন প্রবাসী, দয়া করে যোগাযোগের সকল ব্যবস্হাটা করে দিবেন,pls
দোকান কেনার খেতরে কি রি্ন পাবো
If I want to buy a Flat in Dhaka, what is the procedure.
ডিজিটাল চোখের সম্পাদক কে?
এই নিউজ কোথা থেকে সংগ্রহ করেছেন
সত্য বলে মনে হয় না
কত টাকা নিয়া যাবে
আমি নিতে চাই কিভাবে নিব আমি এখন ওমানে
আপনাদের মোবাইল নাম্বার বন্ধ, তার মানে ভুয়া তথ্য। অযথা সময় নষ্ট।
ঋণ দেয়ার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? আমি আবাসন মেরামত প্রকল্প থেকে নিবো.. আমার বাপের বাড়ি মেরামত করতে হবে.
আমি একটি বাড়ি করব কিভাবে বাংলাদেশ সরকারের সাহায্য সহযোগিতায় একটি বাড়ি নির্মাণ করার জন্য বিনীতভাবে আকুল আবেদন করছি বাংলাদেশ সরকার কর্মকর্তার কাছে আমি একজন প্রবাসী আমার নাম আব্দুল মোমেন গ্রামের বাড়ি বালাগঞ্জ থানা আজিজপুর গ্রাম পশ্চিম গৌরীপুর ইউনিয়ন
আমি নিতে ছাই কি ভাবে নিব আমাকে কি জানাবেন
আমি পঞ্চগড় থেকে দোকানের জন্য কনো নায়?
উপরে যে নাম্বারগুলো দেয়া আছে সেগুলো বন্ধ আর কিভাবে যোগাযোগ করতেপা??? আর আপনাদের শাখা কোথায় কোথায় দয়া জানান
উপরে যে নাম্বারগুলো দেয়া আছে সেগুলো বন্ধ আর কিভাবে যোগাযোগ করতে পারি??? আর আপনাদের শাখা কোথায় কোথায় আছে দয়া জানান…
জি ভাই
একটু হেল্প ০১৪০০১৭৪২৭৫
এই নাম্বারে জাগাজোগ করেন
Hello vsi ami banate chai. Akhon ki babe ki korte hobe
Ami nite chai abason rin,
ki vabe nite hobe.
আলহামদুলিলাহ প্রশংসনীয় সিদ্ধান্ত
প্রবাস বন্ধুর মাধ্যমে আমাকে সহযোগিতা করিলে কৃতজ্ঞ থাকিব ৷ আমি আবুধাবীতে থাকি
প্রবাস বন্ধুর মাধ্যমে আমাকে সহযোগিতা করিলে কৃতজ্ঞ থাকিব ৷ আমি আবুধাবীতে থাকি
আপনারা নিউজ টি ভালো করে পড়বেন লাখে ৯০০ টাকা বিশ বছরেে সুদ সহ দুই লাখ ১৬ হাজার টাকা এখন আপনি সিদ্ধান্তনিবেন কয় লাখ নিবেন আর এটি আমরা নিউজ পরিবার দিবো না এটি একটি সরকারি বাড়ি নির্মাণ প্রতিস্ঠানের তথ্য।
আমি বাড়ী বানানোর জন্য নিতে চাই
আমি নিব বাড়ি জন্য আমার সাথে যোগা যোগ করা হক কল ০১৮৩৬১৬৬৫৪১
আমি একটি ফ্ল্যাট কিনতে চাই কিভাবে লোন পাবো
আমি একটি বিল ডিন করতে চাই imo নেবার দেন জুগাজুগ করব
ভাল করে একটু বুঝিয়ে বলবেন প্লিজ
আমারে কি দেয়া হবে??
আমি বাড়ি নির্মাণের জন্য লোন নিতে চাই। কিভাবে নিব জানালে উপকৃত হব। এটা ঠিকানা ও মোবাইল নাম্বার সঠিক টা দিলে ভালো হয়।
আমি নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জে থাকি এখানে আমার নিজের বাড়ি বাড়ি নির্মাণ করার জন্য লোন প্রয়োজন একতলা বাড়ি উপরে উঠানোর জন্য লোন প্রয়োজন।
অনেক ভালো প্লান- সত্যিই ভালো লাগছে।
আমি বাড়ী বানানোর জন্যলোন চাই পাবো কি
Dear sir.
My name Hossain Mohammad tusar.my village pabna so sir now I am staying singapore. I am working where .
So sir if really give me bank loan so I will get…. don’t worry sir I give my personal documents paper I will be submit
Thanks sir …..
আমি একজন প্রবাসী
কিভাবে লোন নিতে পারব সে ব্যাপারে কিছু বললে উপকৃত হব
আমি এক জন কাতার প্রাবাসী আমি কাতারে আজকে প্রায় পাচ বছর আছি বাট আপনাদের সহজোগিতা পেলে আমি কিছু টাকা লোন নিয়ে একটি ভাড়ি তৈরি করতে চাই তার জন্য আপনাদের সাতে কোথাই জোগাজোগ করতে হবে প্রিজ হেপ্ল করবেন বচ
৩ লাখ টাকার লাভ কত নিবেন
আমি একজন ইতালি প্রবাসী ۔۔আমি কী ভাবে লোন পেতে পাড়ি ۔۔আমার কুমিল্লা সিটিতে নিজের জায়গা আছে ۔۔۔
আমি একটি জমি কিনেছি বাড়ি করতে চাই আমাকে কি ভাবে লোন দেবেন
আমি একটি বাড়ি করতে চায় আমার লোন দরকার কিভাবে করবো হেল্প করুন আমাকে
আমার এই অফার প্রযোজ্য।
আমার এই অফার প্রযোজ্য হবে।
উপরে যে সব নাম্বার দেওয়া আছে সম্পূর্ণ নাম্বার বন্ধ আপনাদের সাথে যোগাযোগ করবো কিভাবে। আমি সুবিধাটি নিতে চাই। আমার ফোন নাম্বার দিচ্ছি প্লিজ যোগাযোগ করে ০১৭৭৩৬১১৭৬৩
আমার প্রাযোজন পাইলে লাভোবান হতাম
উপরে যে সব নাম্বার দেওয়া আছে সম্পূর্ণ নাম্বার বন্ধ আপনাদের সাথে যোগাযোগ করবো কিভাবে। আমি সুবিধাটি নিতে চাই। আমার ফোন নাম্বার দিচ্ছি প্লিজ যোগাযোগ করে
Ami nite Cai
I am agree to take this loan
যোগাযোগ করতে ( ০১৯১৭২৮৮৪৬৭)
I m Dr, bt as a simpl person so can I get any opportunity from your?
আমার পৌরসভার ৫ শতাংশ জমির ওপর বাড়ি করার জন্য লোন নিতে চাই, বিস্তারিত জানালে উপকৃত হবো।
আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করব আমার এই সুবিধাটি দরকার প্লিজ দয়া করে বলুন।
আমি এক জন সিংগাপুর প্রাবাসী আমি সিংগাপুর আজকে প্রায় ছয় বছর আছি বাট আপনাদের সহজোগিতা পেলে আমি কিছু টাকা লোন নিয়ে একটি ভাড়ি তৈরি করতে চাই তার জন্য আপনাদের সাতে কোথাই জোগাজোগ করতে হবে প্রিজ হেপ্ল করবেন বচ
আমার এটা দরকার আমার বাড়ি নোয়াখালীর লক্ষ্মীপুর
এই বাড়িটি খুব পছন্দ হলো,,
এমন একটি বাড়ি বানাতে চাই
প্রতি মাসে কিস্তির টাকা পেয়ে যাবেন
জীবননগর উপজে,,
চুয়াডাঙ্গা জেলা থেকে বলছি।।
কল দিলাম নাম্বার বন্ধ
আমি কাতার প্রবাসী আমার বাড়ি চাঁদপুর আমি একটা বড়ি বানাতে চাই যানি আপনাদের সহযুগিতা পাই তাহলে আমার অনেক উপকার হবে ।
আমি এক জন চাকুরীজীবি আমার বাড়ি বানানোর ব্যবস্থা হলে খুব ভালো হতো
কি ভাবে পাবো বলবেন কি
আমি সৌদি আরব থাকি
আমি জমি কিনে বাড়ী করবো।
আমি নিতে চাই কিবাবে নিব আমি কাতার তেকে বলছি