পাথরঘাটাবাংলাদেশ

পাথরঘাটায় চায়না প্রজেক্ট  কাজে জনদুর্ভোগ।

নিজস্ব প্রতিবেদক,
পাথরঘাটায় চায়না প্রজেক্ট  কাজে জনদুর্ভোগ।
বরগুনার পাথরঘাটায় মহা সড়কে  সংযোগ খালের উপর কালবাট নির্মাণ  কাজ শুরু হয়ে এখন করোনা কালীন সময় তা সম্পূর্ণ  বন্ধ থাকায় সাধারণ লোকজন  ও ছোট ছোট গাড়ি পারাপারে

এখন মরণফাঁদে  পরিনত হয়েছে । পাথরঘাটা থেকে চরদুয়ানী যাওয়ার  পথে এরকম দুটি কালবাট নির্মাণ কাজ শুরু  করে চায়না প্রজেক্ট । করোনা মহামারীর জন্য  কাজটি বন্ধ  থাকায় চরম দূর্ভোগ পোহাতে  হচ্ছে স্থানীয় লোকজনের । ব্যাটারি চালিত অটো এবং সি এনজি গাড়ি গুলো যাত্রী  নামিয়ে ঝুকি নিয়ে পারাপার হচ্ছে এমতাবস্থায় রাস্তা টি মেরামত জরুরি  দরকার বলে মনে করেছেন স্থানীয়  লোকজন ।  তাদের দাবি বড় কোনো দূর্ঘটনা হওয়ার আগেই সড়কটি মেরামত জরুরি ।

Leave a Reply

Back to top button

এড ব্লক এল্যার্ট

আমাদের সাইটি ভিজিট করতে দয়া করে আপনার ব্রাউজারের এড ব্লক এক্টেনশনটি বন্ধ করুন।