কাকচিড়া প্রতিনিধি,পাথরঘাটায় সড়ক দুর্ঘটনার ছবি ফেজবুকে আপলোড দেওয়ায় সানি(১৬) নামে এক কলেজ ছাত্র মারধরের শিকার হয়ছে।
আজ বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০ টায় উপজেলার কামারহাট বাজারে এই মারধরের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,গত বুধবার (৩জুন) সন্ধার পরে
উপজেলার পাথরঘাটা,কাকচিড়া সরকের কামারহাট এলাকায়,একমি ঔষুধ কোম্পানীর গাড়ির সাথে একটি ভ্যান গাড়ির ধাক্কা লাগে এতে ভ্যান চালকসহ গাড়িটি রাস্তার পাশে ডোবায় পরে গিয়ে দুর্ঘটনা ঘটে।
জানা যায়,এতে বড় রকমের হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু ভ্যানে থাকা খাবারের নষ্ট হয়ে যায় । তাৎক্ষণিক দুর্ঘটনার ছবিটি সানি(১৬) নামে কলেজ ছাত্র তার নিজ ফেজবুক আইডিতে পোস্ট দেয়। পরে একমি কোম্পানির গাড়ির কর্তৃপক্ষ জরিমানা দেওয়ার কথা বলে,কিন্তু ছবি ফেজবুকে দেওয়ার কারণে ক্ষিপ্তহয়ে কোন জরিমানা দেয়নি।
মারধরের শিকার সানি বলেন,আমি দুর্ঘটানার ছবি ফেসবুকে পোস্ট দেওয়ায়,কারন উল্লেখ করে বৃহস্পতিবার সকাল ১০ টায় আমার উপর হামলা চালায়,মোঃ সুলতান ও তার সহযোগী ওবাইদুল পরে ব্যাপারটা স্থানীয় ইউপি সদস্যকে অবহিত করা হলে,বিষয়টি মীমাংসার জন্য কিন্তু হামলাকারীদের ইউপিমেম্বার ডাকলেও ওবায়দুল ও সুলতান কেউই সারাদেয় নায়।