সব

এবার পঞ্চম দফায় ঢাকা ছাড়ছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা

অনলাইন ডেস্ক,করোনাভাইরাস সংক্রমণের মধ্যে বিশেষ ফ্লাইটে পঞ্চম দফায় ঢাকা ছাড়ছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। শুক্রবার কাতার এয়ারওয়েজের বিশেষ চার্টার্ড ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের কুইন্সে অবস্থিত জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তবে ওই ফ্লাইটে কতজন মার্কিন নাগরিক ঢাকা ছাড়বেন, তা দূতাবাসের পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি।

এই বিশেষ ফ্লাইটের পর পরবর্তীতে নতুন করে বিশেষ ফ্লাইট পরিচালনার আপাতত কোনো সিদ্ধান্ত নেই বলে দূতাবাস সূত্র জানিয়েছে। এর আগে চার দফায় দেশটির প্রায় এক হাজার ২২০ নাগরিক নিজ দেশে ফিরেছেন। গত ৩০ মার্চ প্রথম দফায় ভাড়া করা কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে ২৬৯ নাগরিককে ফিরিয়ে নেয় যুক্তরাষ্ট্র।
কূটনীতিকদের পাশাপাশি ওই ফ্লাইটের ২৪০ জন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিকও ছিলেন। এরপর দ্বিতীয় দফায় ৬ এপ্রিল আরেকটি বিশেষ ফ্লাইটে ৩২২ জন, ১৩ এপ্রিল তৃতীয় দফায় ৩২৮ জন এবং সর্বশেষ ২১ এপ্রিল অমনি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ৩০১ জন মার্কিন নাগরিক ঢাকা ছাড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

এড ব্লক এল্যার্ট

আমাদের সাইটি ভিজিট করতে দয়া করে আপনার ব্রাউজারের এড ব্লক এক্টেনশনটি বন্ধ করুন।