আন্তর্জাতিকবাংলাদেশ

লিবিয়ায় ২৬ বাংলাদেশী হত্যাকারী ড্রোন হামলায় নিহত

নিজস্ব প্রতিবেদক
লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে অভিযুক্ত খালেদ আল মিশাই সরকারি বাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছে।
স্থানীয় গণমাধ্যম দ্যা লিবিয়া অবজারভার জানায়, মঙ্গলবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ঘারিয়ান এলাকায় নিহত হয় মিলিশিয়া নেতা খালেদ। খালেদ আল মিশাই লিবিয়ার তেলসম্মৃদ্ধ একাংশ দখল করে রাখা বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের অনুসারী ছিল।

গত ২৮ শে মে ত্রিপোলি থেকে দূরে মিজদা শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করা হয়। এতে আহত হন আরও ১১ জন বাংলাদেশি। ওই হত্যার ঘটনায় অস্ত্র সরবরাহ ও নেতৃত্ব দেয়ার জন্য খলিফা হাফতারের সেনাদের দায়ী করেছে লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকার ।

লিবীয় সরকার আরো জানায়, এ ঘটনায় সুষ্ঠু বিচার করবে তারা।

Leave a Reply

Back to top button

এড ব্লক এল্যার্ট

আমাদের সাইটি ভিজিট করতে দয়া করে আপনার ব্রাউজারের এড ব্লক এক্টেনশনটি বন্ধ করুন।