বাংলাদেশ

ঈদের দিনেই বরগুনায় আরেক কিশোর সন্ত্রাসী নয়নের হাতে এক স্কুল ছাত্র নিহত

বরগুনার প্রতিনিধি
ঈদের দিনেই বরগুনার সদর উপজেলায় পায়রা নদীর তীরে বেড়াতে গিয়ে কিশোরদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।

সোমবার (২৫ মে) বিকেলে উপজেলার গোলবুনিয়া পর্যটন এলাকায় পায়রা নদীর তীরে তার উপর হামলা করা হয়। গুরুতর আহত হৃদয় (১৫) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৬ মে) ভোরে মারা যায়।

হৃদয় বরগুনা পৌর শহরের চরকলোনী চাঁদশী সড়কের বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে। সে বরগুনা টেক্সটাইল ও ভোকেশনালে ইনস্টিটিউটে ১০ম শ্রেণিতে পড়তো।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিন বিকেল ৫টার দিকে নদীর তীরে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় কিশোর সন্ত্রাসী নয়নের গ্রুপের ১০/১২ জন হৃদয়ের উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির হোসেন মোহাম্মদ বলেন, এ ঘটনায় জড়িত কিশোরদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Leave a Reply

Back to top button

এড ব্লক এল্যার্ট

আমাদের সাইটি ভিজিট করতে দয়া করে আপনার ব্রাউজারের এড ব্লক এক্টেনশনটি বন্ধ করুন।