গল্পবিনোদন

কবিতা “গোঁড়ায় দোষ “

গোঁড়ায় দোষ

মোঃ খলিলুর রহমান

আশে পাশে যাদেরকে দেখছি
চিরকাল ছিল হাভাতে,
আকাম কুকাম করে তারা আজ
উঠে গেছে জাতে।
জাত ঠিক রাখতে তাদের লাগে যা
তা তো তাদের নাই।
ঔ সম্পদ পাওয়ার জন্য তারা
করে শুধু খাই খাই,
পুলিশি খোঁজা খুঁজতে যখন যাই
চোর ছ্যাচর দুই একটা পাই।
কিছু মানুষ আছে যাদের সম্পদের
কোনো অভাব নাই,
তারা কেন এমন হল খোঁজ নিলে
পূর্ব পুরুষের অপকর্ম পাই।
হিসাব নিকাশ করে দেখলাম
গোড়ায় দোষ আছে,
ভালো কোনো চিন্তা ভাবনা যায় না
ওদের মাথার কাছে।
যার যা যাতের স্বভাব আছে
মুছতে নাহি পারে,
সময় সুযোগ পেলেই তাই
রিলিফ চুরি করে।
যতই দামি পোশাক পরুক
মনটা ওদের পঁচা,
হাতে নাতে ধরতে পারলে
দিতে হবে ছ্যাচা।
প্রচার মাধ্যম খুলে যখন এতো
চোরের খবর পাই,
ইচ্ছে করে দেশটা ছেড়ে
অন্য কোথাও যাই।
বিবেক বলে ওদের কাছে
কেন যাবে হেঁড়ে?
আমজনতা জাগিয়ে তোলে
ফেলো ওদের ঘেরে।

Leave a Reply

Back to top button

এড ব্লক এল্যার্ট

আমাদের সাইটি ভিজিট করতে দয়া করে আপনার ব্রাউজারের এড ব্লক এক্টেনশনটি বন্ধ করুন।