
নিজস্ব প্রতিবেদক
পাথরঘাটায় মানবেতর জীবন জাপন করছেন একটি অসহায় পরিবার।
সরে জমিনে গিয়ে দেখা যায় বরগুনার পাথরঘাটা উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড উত্তর হাতেমপুর এর বাসিন্দা মানিক মিয়া
পিতা কদম আলী হাওলাদার ।
তিনি তার পরিবারের পাচ জন সদস্য নিয়ে এই করোনা মহামারি তে মানবেতর জীবন জাপন করছেন। তিন বেলার খাবার কোনো রকম দু বেলা খেয়ে বেচে আছেন। খোঁজ নিয়ে জানা যায় তিনি যেখানে থাকেন সেই ঘরটিও তার নয় তিনি পরিবারের পাচ জন সদস্য নিয়ে তার ভাইয়ের ছেলে ইব্রাহিম এর ঘরের বারান্দায় থাকেন।
এই করোনা ভাইরাসে সরকারি কোনো সাহায্য পেয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন ১০ কেজি চাল পেয়েছি তা দিয়ে কোনো রকম খেয়ে দিন পার করতেছি আল্লাহই জানেন আমাদের সামনের দিন গুলো কিভাবে চলবে। এমতাবস্থায় আমি সরকারের কাছে সাহায্য চাই।