বাংলাদেশ

জামিন পেলেন নিখোঁজ সাংবাদিক শফিকুল ইসলাম কাজল

অনলাইন ডেস্ক

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের মামলায় জামিন পেলেন ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল। এর আগে শনিবার (০২ মে) গতরাতে বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত এলাকা থেকে তাকে বিজিবি আটক করে বলে জানায় পুলিশ। তিনি দেড় মাসেরও বেশি ধরে নিখোঁজ ছিলেন।

দেড় মাসেরও বেশি সময় পর বাবা-সন্তানের দেখায় আবেগাপ্লুত হয়ে পড়েন দু’জনেই। ঢাকা থেকে নিখোঁজ হওয়া চিত্র সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে শনিবার রাতে বেনাপোল থেকে উদ্ধারের পর রোববার (০৩ মে) দুপুরে নেয়া হয় যশোর আদালতে। কাগজপত্র ছাড়া ভারত থেকে প্রবেশের সময় বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকা তাকে বিজিবি আটক করে বলে জানায় পুলিশ।
ভারপ্রাপ্ত কর্মকতা মামুন খান বলেন, বিজিবি গতকাল কাজলকে আটক করে। তার বিরুদ্ধে একটি মামলা রুজু করেছি আমরা।

Leave a Reply

Back to top button

এড ব্লক এল্যার্ট

আমাদের সাইটি ভিজিট করতে দয়া করে আপনার ব্রাউজারের এড ব্লক এক্টেনশনটি বন্ধ করুন।