নারায়ণগঞ্জ গার্মেন্টস খোলার পরদিন করোনায় আক্রান্ত ৮৪ জন
নারায়ণগঞ্জে করোনা ভাইরাস পরিস্থিতি, সর’কার শ্রমি’কদের স্বাস্থ্যবিধি ও নি’রাপত্তা নি’শ্চিত করা শ’র্তে গার্মেন্টস খোলার নির্দেশনা নিয়েছেন। আর গত কয়েকদিন ধ’রে ঢাকাসহ দেশের আরও বেশ কয়েকটি অঞ্চলে গার্মেন্টস চালু করা হয়েছে। আর তারই পরিপ্রে’ক্ষিতে করোনা ভাইরাসের ডে`ঞ্জার জোন হিসেবে চি’হ্নিত নারায়’ণগঞ্জেও গার্মেন্টস খু’লে দেয়া হয়েছে। আর গার্মেন্টসগুলো খুলে দেয়ার পরদি’নই করোনা ভাইরাসে আ`ক্রান্ত হয়ে’ছেন ৮৪ জন গার্মেন্টস শ্রমিক।
ফ’লে গার্মেন্টস খোলার পরদিনই নারায়ণগঞ্জ জেলায় একদিনে করোনা ভাইরাসে স’র্বোচ্চ আ`ক্রান্ত হয়ে’ছেন ৮৪ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টার আ’গের ২৪ ঘন্টায় এই ৮৪ জন আ`ক্রান্ত হন।
নারায়ণগঞ্জে করোনা ভাইরাস পরিস্থিতি, আর এ নিয়ে এখন প’র্যন্ত শুধু নারায়নগঞ্জ জেলাতেই করোনা ভাইরাসে আ`ক্রান্ত হয়ে’ছেন স’র্বমোট ৭৪২ জন। তবে নতুন করে এই জেলাতে করোনায় আর কোন মৃ`ত্যু হয়নি৷ করোনা ভাইরাসে আ`ক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মা`রা গেছেন সর্বমোট ৪২ জন।
গতকাল মঙ্গলবার অর্থাৎ ২৮ এপ্রিল দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এসব ত’থ্য জানানো হয়। এর আগে সোমবার পর্যন্ত আ`ক্রান্তের সংখ্যা ছিল ৬৫৮ জন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা যায়, সিটি করপোরেশন এলাকায় করোনায় আ`ক্রান্ত হয়ে মা`রা গেছেন মোট ২৮ জন। পাশাপাশি আ`ক্রান্ত হয়েছেন ৫০৪ জন।
নারায়ণগঞ্জে করোনা ভাইরাস পরি’স্থিতি, অন্য’দিকে সদর উপজেলায় মা`রা গেছেন ১০ জন ও আ`ক্রান্ত হয়েছেন ১৮৬ জন। বন্দর উপজেলার পাঁচ ইউনিয়নে আ`ক্রান্তের সংখ্যা ১০ ও মা`রা গেছেন একজন। আড়াইহাজার উপজেলায় আ`ক্রান্ত ১৬, সোনারগাঁয়ে ১৬ জন ও মা`রা গেছেন ২ জন এবং রূপগঞ্জে মা`রা গে’ছেন ১ জন ও আ`ক্রান্ত ১০ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের ত’থ্যমতে, এ পর্যন্ত জেলায় মোট ২৪২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ন’মুনা সংগ্রহ করা হয়েছে ১৬০ জনের। জেলায় এ পর্যন্ত করোনায় আ`ক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফি’রেছেন ৩০ জন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকার ১৮ জন, সদর উপজেলার ৮ জন, রূপগঞ্জে ১ জন এবং আ’ড়াইহাজারের ৩ জন।
নারায়ণগঞ্জে করোনা ভাইরাস প`রিস্থিতি, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহমেদ বলেন, নারায়ণগঞ্জে এ পর্যন্ত ৭৪২ জন করোনা ভাইরাসে আ`ক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮৪ জন আ`ক্রান্ত হন।
প্রসঙ্গত, গত সোমবার অর্থাৎ ২৭ এপ্রিল থেকে গতকাল মঙ্গলবার ২৮ এপ্রিল পর্যন্ত এই দুদিনে ১৫৮টি কারখানা সীমিত আকারে খোলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গার্মেন্টস শিল্প মালিকদের সং’গঠন বিকেএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম।
সূত্রঃ জাগো নিউজ ২৪