কৃষিপাথরঘাটা

চলতি বছরে পাথরঘাটা উপজেলায় ১১ হাজার হেক্টর জমিতে মুগডাল চাষের আবাদ

উপকূলীয় এলাকা বরগুনার পাথরঘাটার মাঠজুড়ে এখন মুগডাল চাষ। বিগত বছরে সফলতার ধারাবাহিকতায় এবারও পাথরঘাটার চাষিরা মুগডাল চাষে ঝুঁকে পড়েছেন ব্যাপক আগ্রহ নিয়ে।

কম খরচে চাষাবাদ এবং অধিক দাম পাওয়ায় কৃষকরা মুগডাল আবাদ করে আসছেন। চলতি বছরে আবহাওয়া অনুকূলে থাকায় গাছ ভালো হওয়ায় ভালো ফলন হবে বলে আশাবাদী মুঘডাল চাষিরা।

পাথরঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়,উপজেলারপাথরঘাটা,কাকচিড়া,কালমেঘা,নাচনাপাড়া,রায়হানপুর, কাঠালতলী,চরদুয়ানীসহ ৭ ইউনিয়নে ১০ হাজার ৯২০ হেক্টর জমিতে মুখডাল চাষ হয়েছে। চাষের হিসেব অনুযায়ী এ বছর ১৩ হাজার ৮০০ মেট্রিকটন উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে।

পাথরঘাটার মুখ ডাল ক্ষেত

সরেজমিনে দেখা যায়, উপজেলায় এখন মুগডাল গাছের সবুজ পাতার রঙে মুখরিত ফসলের মাঠ। প্রতিটি মাঠে বর্ণিল সমারোহ। বর্তমানে ব্যাস্ত সময় পার করছেন পাথরঘাটার মুগডাল চাষিরা ছত্রাক ও রোগ-বালাই থেকে ফসল বাঁচাতে কীটনাশক স্প্রে করছেন চাষিরা।

উপজেলা কৃষি কর্মকর্তা শিশির কুমার বড়াল জানান, চলতি মৌসুমে পাথরঘাটায় ১০ হাজার ৬০০ হেক্টর জমিতে চাষের লক্ষমাত্রা ধরা হলেও ১০ হাজার ৯০০ হেক্টর জমিতে মুগডালের আবাদ হয়েছে। মুগডাল চাষে প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উপশি জাত আবাদে কৃষকদের বিভিন্ন প্রদর্শনী দেওয়া হয়েছে। কৃষি প্রণোদনা হিসেবে বেশ কজন কৃষক সার ও বীজ পেয়েছেন। কৃষকদের যথাযথ পরামর্শ ও পরিচর্যার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। আবাদের হিসেব অনুযায়ী এ বছর ১৩ হাজার ৮০০ মেট্রিকটন উৎপাদন আশা করেছে কৃষি বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

এড ব্লক এল্যার্ট

আমাদের সাইটি ভিজিট করতে দয়া করে আপনার ব্রাউজারের এড ব্লক এক্টেনশনটি বন্ধ করুন।