পাথরঘাটাবাংলাদেশ

পাথরঘাটায় চরদুয়ানী ও কাঁঠালতলীর সংযোগ ব্রিজটির বেহাল অবস্থা।

নিজস্ব প্রতিবেদক: আব্দুল্লাহ আল রাফি কাঠালতলী।
বরগুনা জেলা, পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের চরদুয়ানি বাজারের মধ্য দিয়ে এই ব্রিজ টি অবস্থিত।এই ব্রিজ দিয়ে দৈনিক শত শত লোক ও গাড়ি চলাচল করে।এছাড়া ও আই ব্রিজ দিয়ে অনেক ছাত্র-ছাত্রীরা আসে স্কুলে।এই ব্রিজের বেহাল দশার কারনে চিন্তিত আছে অভিভাবক রা।এই ব্রিজের অন্য দিকে রয়েছে বাজার।প্রতিদিন ৫ শতাধিক স্কুল-কলেজ এর ছাত্রছাত্রী ও সাধারন মানুষ যাতায়াত করেন। চলে অজস্র সাধারন মানুষ ও যানবাহন।সাধারন মানুষ বাজার ও হাসপাতাল মূখী হাতেহলে এই ব্রিজ দিয়ে যাতায়াত করতে হয়, অথচ এই ব্রিজের অবস্থা বেহাল।
এ নিয়ে চিন্তিত ও ভয়ের মুখে চরদুয়ানি বাসি।

প্রতিদিন আশেপাশের প্রায় বিভিন্ন ইউনিয়ন ও ৩-৪ টি গ্রামের লোক যাতায়াত করে এই ব্রিজ দিয়ে। অনেক দিন যাবত মেরামত হয় নি এই ব্রীজের।গ্রাম বাসিদের দাবি যত গ্রুত সম্ভব এই ব্রিজের মেরামত করানোর জন্য।

ব্রিজের দীর্ঘ দিন যাবৎ মোরামত না করায় ব্রিজটি হয়ে পরেছে অনেক দূর্বল,অনেক অনেক স্থান থেকে ভেঙে পরার ঝুঁকি আছে বলে জানান এলাকাবাসী, ‘‘বর্ষাকালে ব্রিজ টি দিয়ে যাতায়াত করাটাই বিপজ্জনক।

চরদুয়ানি বাসিদের প্রানের দাবি এই ব্রিজ টি সংস্কার করানোর জন্য।
তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে বলে জানান আমাদের।

Leave a Reply

Back to top button

এড ব্লক এল্যার্ট

আমাদের সাইটি ভিজিট করতে দয়া করে আপনার ব্রাউজারের এড ব্লক এক্টেনশনটি বন্ধ করুন।