বনের পাখি
লেখকঃ- মোঃ লিটন
পাখির ডানায় দুলছে দেখো
প্রকৃতির সাজ,
খাঁচায় যারা বন্দী করে
নয়তো ভলো কাজ।
পাখি প্রকৃতির রক্ষা করে
পরিবেশের সনে
খুশি মনে আপন গুনে
বাসা বাঁধে গাছের কোণে,
পাখির বাসায় ছানাগুলো
থাকে মায়ের অপেক্ষায়,
আহার নিয়ে আসবে মায়ে
কতো বুক ভরা আশায়।
তাইতো পাখি ঝাকে ঝাকে
উড়ছে দেখো আকাশ পানে,
ছুটছে দেখো আপন মনে
খাদ্য সংগ্রহের আশায়।
বনের পাখি বনেই মানায়
খাঁচায় শোভা নহি পায়,
আপন ডানায় উড়বে পাখি
মন যতদূর যায়।
অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে কবিতাটি ফলাও করার জন্য (মোঃলিটন)
শাওন আল-ইমরান হোসাইন
প্রকাশক, ডিজিটালচোখ.কম। ঢাকা, বাংলাদেশ।
গরিবের ঈদ
লেখকঃ- মোঃ লিটন
ঈদের খুশি আসছে দেখো
ঐ যে ঈদের চাঁদ,
মাগো, নতুন জামা কিনে দাওনা?
সবার সাথে ঘুরতে যাবার সাধ।
সবার ঘরে ফিরনি সেমাই
রাঁধছে মাগো বেশ,
মোদের ঘরে ফিরনি সেমাইর
রাধা হয় না কেন শেষ !
পিতা তোমার হাটে গেছে
বাজার-সদায় আনতে,
বেলা শেষের আগেই যাবো
ধান কুড়ো চাল বানতে।
মাগো,ঈদের খুশি উড়ছে দেখো
প্রজাপতির ডানায়,
ঈদগাহে আজ খুশির মেলা
নতুন জামা ছাড়া কী মানায়…?
দুঃখে মায়ের বুক ফেটে যায়,
মুখ ফুটে না কথা বেরয়,
ছেলে বলে মা গরিব মোরা
জীবন কি তাই এতুই অসহায়!