গ্রাম বাংলাপাথরঘাটাপ্রতিবেদনবরগুনাবরিশালবাংলাদেশরাজনীতিসব

বরগুনা-২ আসনে নৌকা প্রতীক নিয়ে সুলতানা নাদিরা বিজয়ী

বরগুনা-২ আসনে নৌকা প্রতীক নিয়ে সুলতানা নাদিরা বিজয়ী ।এ আসনে ১১৪টি কেন্দ্রে ১ লাখ ৪৮ হাজার ৩২ ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি।

সুলতানা নাদিরা বরগুনা-২ এর সাবেক প্রয়াত সংসদ সদস্য গোলাম সবুর টুলুর সহধর্মিণী ও মধুমতি সিরামিকস লিমিটেডের চেয়ারম্যান।

রোববার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয় থেকে সরবারহকৃত বার্তায় এসব তথ্য জানা যায়।
এছাড়াও তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩১৫ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য দিলেন।
অপর দিকে তার নিকটতম প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর নোঙর প্রতীকের প্রার্থী ও দলের প্রতিষ্ঠাতা আহবায়ক ড. আব্দুর রহমান খোকন পেয়েছেন ১ হাজার ৯শত ৫১ ভোট।
এদিকে বাংলাদেশ কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মিজানুর রহমান পেয়েছে ১ হাজার ৭ শত ৩ ভোট। বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত একতারা প্রতীকের প্রার্থী মুহাম্মদ আবু বকর ছিদ্দিক পেয়েছে ৬ শত ৬৯ ভোট। ওয়ার্কার্স পার্টির মনোনীত হাতুড়ি প্রতীকের প্রার্থী জাকির হোসেন পেয়েছে ৭ শত ৫৭ ভোট। তৃণমূল বিএনপি মনোনীত সোনালী আঁশ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান লিটন পেয়েছে ১ হাজার ১৪ ভোট এবং বাংলাদেশ তরিকত ফেডারেশন মনোনীত ফুলের মালা প্রতীকের প্রার্থী আবুল কালাম পেয়েছেন ৫ শত ৯০ ভোট।

Back to top button

এড ব্লক এল্যার্ট

আমাদের সাইটি ভিজিট করতে দয়া করে আপনার ব্রাউজারের এড ব্লক এক্টেনশনটি বন্ধ করুন।