এনজিওবরগুনাশিক্ষা

অতিদরিদ্র ৪১ শিক্ষার্থীকে ৫ লাখ ১৩ হাজার টাকা শিক্ষাবৃত্তিপ্রদান

বরগুনা জেলার অতিদরিদ্র পরিবারের মেধাবী ৪১ জন শিক্ষার্থীর মধ্যে ৫ লাখ ১৩ হাজার টাকা শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে। সোমবার (১০ জুলাই) দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা সংগ্রাম (সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচি) এর প্রধান কার্যালয়ে আয়োজিত শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এ চেক তুলে দেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মোহাম্মদ মোজাম্মেল হোসেন। সংগ্রাম’র কার্যনির্বাহী পরিষদ’র সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব মৃধা, – সংগ্রাম’র প্রতিষ্ঠাতা চৌধূরী মো: মাসুম ও জেলা শিক্ষা অফিস এর স্কুল পরিদর্শক মো: রফিকুল ইসলাম। আলোচনা সভায় সংগ্রাম’র পরিচালক (ক্রেডিট) মো: হুমায়ুন কবির শিক্ষাবৃত্তি প্রদান সম্পর্কিত নানা তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী পরিচালক (ক্রেডিট) মো: ফয়সাল আহম্মাদ, সহকারী পরিচালক (প্রোগ্রাম) এ,এন,এম আশরাফ উদ্দীন সহ সংগ্রাম’র কর্মকর্তাবৃন্দ এবং আগত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
উল্লেখিত বিষয়ের উপরে ধারণাপত্র পাঠ করেন- সংগ্রাম’র নির্বাহী পরিচালক চৌধূরী মুনীর হোসেন। তিনি উল্লেখ করেন যে, শিক্ষার মূল সোপান হলো শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা। শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা উন্নয়নে অভিভাবক, শিক্ষক ও সচেতন মহলের সম্মিলিত প্রচেষ্টাই পারে একজন তরুন কিংবা তরুনীকে শিক্ষা ও প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে। আর এই শিক্ষার্থীরা যাতে অর্থাভাবে অকালে ঝড়ে না পড়ে, বঞ্চিত না হয় উচ্চ শিক্ষা থেকে। তাই মেধার বিকাশ ঘটাতেই সংগ্রাম ২০১২ সাল থেকে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় পরিচালিত অতি দরিদ্র পরিবারের এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ-৪ ও ৫ পেয়ে উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ বৃত্তি দিয়ে আসছে। প্রথম দফায় শিক্ষাবৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা ভালো ফলাফল নিয়ে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হলে তাদের আবারও দ্বিতীয় দফায় বৃত্তি দেওয়া হয়ে থাকে। একই সঙ্গে সংগ্রাম নিজস্ব অর্থায়নে অতি দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে যারা বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় অধ্যানরত আছে তাদের জন্য ‘বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি’ কার্যক্রম শুরু করেছে। এরই ধারাবাহিকতায় পিকেএসএফ’র অর্থায়নে ২০১২-২৩ সাল পর্যন্ত মোট ৫২০ জন শিক্ষার্থীর মধ্যে ৭০ লাখ ৪১ হাজার টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়নে ২ লাখ ৭ হাজার টাকা প্রদান করেছে। এর মধ্যে তালতলী উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ এর তৃতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী মো: ইসমাইলকে ‘বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি’ সহ মোট ছয়বার ৯৮ হাজার টাকা দিয়েছে। এ নিয়ে মোট ৫২০ জন শিক্ষার্থীর মাঝে ৭২ লাখ ৪৮ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব মৃধা বলেন, অনেক ভালো কাজের মধ্যে এনজিও’র এটি একটি অন্যতম ভালো কাজ। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়ে নানামুখী উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এর ফলে বাধা পেরিয়ে তারাও শিক্ষা ক্ষেত্রে অবদান রেখে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে। সংগ্রামের প্রতিষ্ঠাতা চৌধূরী মোহাম্মদ মাসুম বলেন, শিক্ষার্থীদের সঠিক শিক্ষার মূল্যায়ন এবং দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে সচ্ছলতা ফিরিয়ে আনতেই এই উদ্যোগ। শিক্ষার্থীদের শিক্ষার মান অক্ষুন্ন রাখতে এমন ধারাবাহিকতা অব্যাহত থাকবে। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রইম এনড অবস্) মোহাম্মদ মোজাম্মেল হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষার ক্ষেত্রে নানামুখী উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি এমন করে বেসরকারি উদ্যোগও প্রয়োজন রয়েছে। এভাবেই বঙ্গবন্ধুর সোনার বাংলায় সোনার মানুষ তৈরি হবে। শিক্ষার্থীদের শিক্ষিত হওয়ার পাশাপাশি মানবিক হওয়ার আহ্বান জানান তিনি।

Back to top button

এড ব্লক এল্যার্ট

আমাদের সাইটি ভিজিট করতে দয়া করে আপনার ব্রাউজারের এড ব্লক এক্টেনশনটি বন্ধ করুন।