গ্রাম বাংলাজানালাজীবন যাপনপাথরঘাটাপ্রতিবেদনবরগুনাবরিশালবাংলাদেশশিল্প ও বাণিজ্যসব

পাথরঘাটায় জমেছে শেষ দিনের গুরুর হাট, ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া

 রাত পোহালেই মুসলিমদের ২য় প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা।আর তাই স্বীয় প্রতিপালকের সন্তুষ্টির লক্ষ্যে পছন্দের কুরবানির পশুটি ক্রয়ের জন্য শত শত মানুষ ভীড় করছেন পাথরঘাটা পৌর শহরের পূর্ব বাজার গরুর হাটে।ইজারাদার ও ক্রেতা বিক্রেতাদের ধারনা,আগামীকালও অনির্ধারিতভাবে বসতে পারে এই গরুর হাট।তবে এবারের গরুর হাটে বিক্রেতাদের ব্যাপক ভীড় থাকলেও বৈরি আবহাওয়া কারনে দেখা দিয়েছে ক্রেতা সংকট।আর তাই মিলছেনা গরুর কাঙ্ক্ষিত মূল্য। অন্য দিকে ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এ বছর গরুর ব্যাপক আমদানি থাকলেও অতিরিক্ত দাম হাকছেন বিক্রেতারা।দেশব্যাপি গবাদিপশুর শরীরে ছড়িয়ে পড়া ব্যাধি লাম্পি স্কিন ডিজিসের কারনে কুরবানির পশু ক্রয় বিক্রয়ে অনেকটা ঝামেলা পোহাতে হচ্ছে ক্রেতা ও বিক্রেতাদের।আর তাই কুরবানির জন্য একটি সুস্থ ও সাস্থ্যবান পশুর সন্ধানে এক হাট থেকে অন্য হাটে ছুটে চলছেন ক্রেতারা।

Back to top button

এড ব্লক এল্যার্ট

আমাদের সাইটি ভিজিট করতে দয়া করে আপনার ব্রাউজারের এড ব্লক এক্টেনশনটি বন্ধ করুন।