এনজিওবরগুনা

বরগুনায় ই-কমার্স ভিত্তিক বিপণন উদ্যোক্তাদের আইসিটি প্রকল্প বিষয়ক ওরিয়েন্টেশন

শনিবার ( ২৯ এপ্রিল) বরগুনায় পিকেএসএফ এর অর্থায়নে সংগ্রাম কর্তৃক বাস্তবায়িত প্রোমোটিং এগ্রিকালচার কমার্শিয়ালাইজেশন এন্ড এন্টারপ্রাইজ পেস প্রকল্পের অধীন ক্ষুদ্র উদ্যোগে উৎপাদিত পণ্যের মনোন্নয়ন, ব্র্যান্ডিং ও ই কমার্স ভিক্তিক বিপণন উপ-প্রকল্পের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। সংগ্রাম প্রধান কার্যালয়ের মিটিং রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি সংগ্রামের নির্বাহী পরিচালক চৌধুরী মনির হোসেন, অতিথি উপ-নির্বাহী পরিচালক চৌধুরী মোহাম্মদ মঈন, পরিচালক (প্রশিক্ষণ) মাসউদ সিকদার, এসইপি ও পেস প্রকল্পের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অরিয়েন্টেশনে বরগুনার বিভিন্ন ট্রেডে ই-কমার্স ভিত্তিক পণ্য বিপণন’র সাথে যুক্ত ১২জন উদ্যোক্তাকে প্রকল্প সম্পর্কে ধারণা প্রদান করা হয়। প্রধান অতিথি চৌধুরী মনির হোসেন বলেন, বরগুনার এসকল উদোক্তাদের সাথে দেশী বিদেশী বায়ারদের লিংকেজ তৈরী করার জন্য সংগ্রাম পিকেএসএফ এর সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। বিশেষ অতিথি চৌধুরী মোহাম্মদ মঈন জানান, অত্র প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যের মানোন্নয়নে প্রশিক্ষণ, মোড়ক তৈরি, লেভেল তৈরি ফেসবুক বুস্টিং করার কর্মকান্ড গ্রহন করা হয়েছে এবং ই-কমার্স ভিত্তিক পণ্য বিপননের জন্য সংগ্রাম কর্তৃক ইড়ৎফবমঁহধ নামে একটি ই-প্লাটফরম ডেভেলপমেন্টের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এর ফলে বরগুনার ক্ষুদ্র উদ্যোক্তারা দেশে ও বিদেশে সহজে তাদের পণ্যের বিপণন করার সুযোগ পাবে।

Back to top button

এড ব্লক এল্যার্ট

আমাদের সাইটি ভিজিট করতে দয়া করে আপনার ব্রাউজারের এড ব্লক এক্টেনশনটি বন্ধ করুন।