এনজিওপাথরঘাটা

শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ

মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখার জন্য ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে পাথরঘাটায় মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ‘অমর একুশে’, ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে স্থানীয় এনজিও সংগ্রাম (সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচী)। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ায় বিশ্বজুডে় দিবসটি পালিত হচ্ছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩-এর প্রতিপাদ্য হল ‘বহুভাষিক শিক্ষা-একটি বহুভাষিক বিশ্বে শিক্ষাকে রূপান্তরিত করার প্রযে়াজনীয়তা’।

সংগ্রাম পাথরঘাটা শাখার মাধ্যমে হাসপাতাল সড়কের চৌধূরী মাসুম টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মিলনায়তনে ২১ ফেব্রুয়ারি বিকাল ৩:৩০ এ আলোচনা সভা অনষ্ঠিত হয়েছে।  আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সংগ্রাম’র ঋণ কর্মসূচির পরিচালক মো: হুমায়য়ুন কবির। প্রধান অতিথি ছিলেন সংগ্রাম হেল্থকেয়ার সেন্টারের আবাসিক মেডিকেল অফিসার ডা: নিউটন হালদার। বিশেষ অতিথি ছিলেন চৌধূরী মাসুম টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রভাষক মো: কাইউম হোসেন এবং মো: ইসমাইল হোসেন, সংগ্রাম’র এরিয়া ম্যানেজার মো: রিপন মিয়া। উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ, সমৃদ্ধি কর্মসূচির স্টাফবৃন্দ, শাখা কার্যালয়ের স্টাফবৃন্দ ও টিবিএম কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ। মাতৃভাষা ও আন্তর্জাতিক মাতৃভাষার গুরুত্ব তুলে ধরে আলোচনা করেছেন সংগ্রাম’র পরিচালক (প্রশিক্ষণ) মো: মাসউদ সিকদার। অন্যদিকে হাসপাতাল সড়কের আমেনা জামে মসজিদে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। হাফিজী মাদ্রাসা ও এতিমখানার ছাত্র ও স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেছেন আমেনা মসজিদের ইমাম হাফেজ রাকিবুল ইসলাম।

Back to top button

এড ব্লক এল্যার্ট

আমাদের সাইটি ভিজিট করতে দয়া করে আপনার ব্রাউজারের এড ব্লক এক্টেনশনটি বন্ধ করুন।