পাথরঘাটাপ্রতিবেদনবরগুনাবরিশালবাংলাদেশসব

পাথরঘাটায় স্কুলের পানি পান করে ৫ শিক্ষার্থী গুরতর অসুস্থ ৩ জন হাসপাতালে

পাথরঘাটায় স্কুলের পানি পান করে ৫ শিক্ষার্থী গুরতর অসুস্থ ৩ জন হাসপাতালে

বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ১৯ নং গাববাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খাবার পানি পান করে ৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। ৩ শিক্ষার্থী গুরতর অসুস্থ হয়ে পাথরঘাটা উপজেলা সাস্থ্য কমপ্লক্সে ভর্তি।অসুস্থ শিক্ষার্থীরা সকলেই পঞ্চম শ্রেণীতে পড়ে। অসুস্থ শিক্ষার্থীরা হলেন মারিয়া, সারামনি, জান্নাতি, মাহফুজ রহমান ও নুরুন্নাহার ।উল্লেখ্য দুপুর দুইটার দিকে স্কুল চলাকালীন এই ঘটনা ।বর্তমানে জান্নাতি ও সারামনি গুরুতর অসুস্থ, অক্সিজেন লাগানো অবস্থায় আছে। প্রথমে মারিয়া পানি পান করে, পরে জান্নাতি, মাহফুজ রহমান ও নুরুন্নাহার পানি পান করে। মাহফুজুর রহমান ও নুরুন্নাহার প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে যায়। এ বিষয় ঐ স্কুলের প্রধান শিক্ষক মোঃ শাহ্ আলম বলেন- শিক্ষার্থীরা একই ট্যাংকির পানি পান করে, প্রথমে এক ছাত্রী পানি খায় এবং অসুস্থ হয়ে পড়ে তা দেখে অন্য ছাত্রীরা ভয় পায়।তবে কি কারনে আমাদের শিক্ষার্থীরা আক্রান্ত হয়েছে তা আমার বোধগম্য নয়। স্থানীয়দের সাথে কথা বলে জনা যায়, গাববাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যে পুকুর থেকে পানি পান করে সেই পুকুরের পানি শুস্ক মৌসুমের ফলে দূষিত হয়ে পড়ে। যার ফলে ছাত্র-ছাত্রীরা ঐ পানি পান করে অসুস্থ হয়ে পড়ে।

Back to top button

এড ব্লক এল্যার্ট

আমাদের সাইটি ভিজিট করতে দয়া করে আপনার ব্রাউজারের এড ব্লক এক্টেনশনটি বন্ধ করুন।