গ্রাম বাংলাজীবন যাপনপাথরঘাটাপ্রতিবেদনবরগুনাবরিশালবাংলাদেশসব

পাথরঘাটায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় বাবা-ছেলেসহ ৩ জেলে আটক 

পাথরঘাটায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় বাবা-ছেলেসহ ৩ জেলে আটক

বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী নৌ-পুলিশ সুন্দরবন সংলগ্ন  বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে   ৩ জেলেকে আটক করে।

এ সময় দুটি ট্রলার থেকে ৩ হাজার ৭’শ ৫০মিটার জাল এবং ৪৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে বলে জানা যায়।

চরদুয়ানী নৌ পুলিশ সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে পাথরঘাটার বলেশ্বর নদীতে ইলিশ শিকারের দায়ে বড় টেংরা গ্রামের কাদের হাওলাদারের ছেলে হাবিবুর রহমান হাওলাদার (৫০)কে ১টি ট্রলার, ২ হাজার  মিটার সাইন জাল সহ ২০ কেজি মা ইলিশ আটক করা হয়।

পাথরঘাটায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় বাবা-ছেলেসহ ৩ জেলে আটক

অপর এক অভিযানে বড় টেংরা এলাকার আমিন পেঁয়াদার ছেলে আবু জাফর পেঁয়াদা(৪২) এবং তার ছেলে হাসান পেঁয়াদা(১৪)কে  ১৭৫০ মিটার সাইন জাল সহ ২৫ কেজি মা ইলিশ জব্দ করে নৌ পুলিশ।

চরদুয়ানী নৌ-পুলিশ ফাঁডির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শহিদুল ইসলাম সর্দার  বলেন, আসামি আবু জাফর সহ হাবিববুর ও কবির হোসন এর বিরুদ্ধে উভয় ঘটনায়  পৃথক ২ টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ওসি শহিদুল ইসলাম সরদার বলেন, সরকার নির্দেশিত এ অবরোধ চলাকালে নিষেধাজ্ঞা অমান্য কারীদের বিরুদ্ধে  আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।  মা ইলিশ রক্ষার্থে আমরা  গভীর সমুদ্রে নৌ মহড়া অব্যহত রেখেছি।

Back to top button

এড ব্লক এল্যার্ট

আমাদের সাইটি ভিজিট করতে দয়া করে আপনার ব্রাউজারের এড ব্লক এক্টেনশনটি বন্ধ করুন।