গ্রাম বাংলাজীবন যাপনপ্রতিবেদনবাংলাদেশরাজনীতিসব

সিরাজগঞ্জের তাড়াশে ভুয়া সিআইডি আটক

সিরাজগঞ্জের তাড়াশে ভুয়া সিআইডি আটক

সিরাজগঞ্জের তাড়াশে ভুয়া সিআইডি পুলিশ পরিচয়ে চাঁদাবাজিকালে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে তাড়াশ বাজারের স্থানীয় ব্যবসায়ীরা।

আজ সোমবার (১০ অক্টোবর) দুপুরে তাড়াশ পৌর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানা যায়।

আটককৃত যুবকের নাম মোঃ মনিরুল ইসলাম মনি (৩২)। সে গুরুদাসপুর উপজেলার সাইদুর ইসলামের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে তাড়াশ পৌর বাজার এলাকায় মুদি দোকানে সিআইডি পুলিশ পরিচয়ে দোকানের মালিককে বলে তোমার দোকানে মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র আছে সেই অপরাধে জরিমানা করা হবে।হয় আমাকে টাকা দাও না হলে ম্যাজিষ্ট্রেট দিয়ে জরিমানা করা হবে ।এই নিয়ে দোকানদারের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে ঐ যুবক মনিরুল ।

এ সময় স্থানীয় ব্যাবসায়ীদের সন্দেহ হলে তাড়াশ থানা পুলিশকে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।পরে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে তাড়াশ থানা অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, “মনিরুল ইসলাম এক ভুয়া সিআইডি পুলিশকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

Back to top button

এড ব্লক এল্যার্ট

আমাদের সাইটি ভিজিট করতে দয়া করে আপনার ব্রাউজারের এড ব্লক এক্টেনশনটি বন্ধ করুন।