ঘূর্ণিঝড় আম্পান উপকূলের কাছাকাছি চলে এসেছে সুন্দরবন থেকে ৩৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান আবহাওয়ার অধিদপ্তরের বিশেষ বুলেটিনে জানানো হয়েছে। এদীকে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোতে ৭ নাম্বার নামিয়ে ১০ নাম্বার হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড়টির অবস্থান চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৫৬৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে;
কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৪৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে;
মোংলা সমুদ্রবন্দর থেকে ৩৯০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং
পায়রা সমুদ্রবন্দর থেকে ৪১০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।
তখন ঘূর্ণিঝড় কেন্দ্রের ৮৫ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ছিল ঘণ্টায় ২০০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।