আবহাওয়াপাথরঘাটাবাংলাদেশ

বরগুনায় স্বাভাবিক জোয়ারের চেয়ে চার ফুট উচ্চতায় জলচ্ছাস আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক
বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন স্থানে ইতিমধ্যেই চার ফুট উচ্চতায় জলচ্ছাস দেখা গেছে। এদিকে বরগুনার পরীরখাল এলাকায় গত মঙ্গলবার রাতে একজনের মৃত্যু হয়েছে।

পরীরখাল মাধ্যমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে যাওয়ার পথে শহীদুল ইসলাম (৬৪) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শহীদুল ইসলামের মৃত্যুর বিষয়টি ওই এলাকার ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ সেলিম নিশ্চিত করেছেন।

ইউপি চেয়ারম্যান সেলিম বুধবার সকালে জানান, শহীদুল ইসলাম আগে থেকেই অসুস্থ ছিলেন। তিনি আম্ফানের কারণে নিরাপদ আশ্রয় নিতে পরীরখাল মাধ্যমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে যাচ্ছিলেন। পথিমধ্যে অসুস্থতা বেড়ে গেলে রাত ১২টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। তিনি পরীরখাল বাজারে দীর্ঘদিন ধরে রেস্তোরাঁ ব্যবসা করে আসছিলেন।

বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত শহিদুল ইসলাম আগে থেকেই অসুস্থ ছিলেন।

Leave a Reply

Back to top button

এড ব্লক এল্যার্ট

আমাদের সাইটি ভিজিট করতে দয়া করে আপনার ব্রাউজারের এড ব্লক এক্টেনশনটি বন্ধ করুন।