পাথরঘাটাবাংলাদেশ

পাথরঘাটায় দুর্যোগ মোকাবেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক
পাথরঘাটা  উপজেলা প্রশাসনর হুমায়ুন কবিরের নেতৃত্বে  ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত  হয়েছে ১৭ মে রবিবার এসময় উপস্থিত  ছিলেন পাথরঘাটা  উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির ,পাথারঘাটা  থানার অতিরিক্ত   সহকারী  ইনচার্জ  বি এম আশরাফ উল্লাহ তাহের এবং  পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের  সাধারণ  সম্পাদক এডঃ জাবির হোসেন ,ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান সোহাগ,  মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভিন সহ  উপজেলা  পরিষদের সকল কর্মকর্তাগন।

এসময় দুর্যোগ মোকাবেলায় সংশ্লিষ্ট সকলকে দীক নির্দেশনা দেওয়া হয়।   এরইমধ্যে দেশের কয়েকটি নদীবন্দরে চার নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলার সকল আশ্রয়কেন্দ্র পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া পাঁচ নম্বর বিপদ সংকেত জারি হওয়ার সঙ্গে সঙ্গে এসব আশ্রয়কেন্দ্রে পাথরঘাটা উপজেলার নদী ও সমুদ্র তীরবর্তী জনগণকে নিয়ে আসা হবে বলেও জানান এজন্য আশ্রয়কেন্দ্রগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখতে উপজেলা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

এড ব্লক এল্যার্ট

আমাদের সাইটি ভিজিট করতে দয়া করে আপনার ব্রাউজারের এড ব্লক এক্টেনশনটি বন্ধ করুন।