আবহাওয়াপাথরঘাটাবাংলাদেশ

সমুদ্র বন্দর গুলোতে দুই নাম্বার হুশিয়ারি সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ঝুঁকিতে পাথরঘাটা ও সাতক্ষীরা

নিজস্ব প্রতিবেদক

দক্ষিন বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণিঝড় amphan আরও কিছুটা উত্তর উত্তর পশ্চিম দিকে সরে এসে এখন দক্ষিন বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিলো।
এটি আজ ১৬ ই মে রাত ৮ টা বেজে ১৫ মিনিটে মংলা সমুদ্র বন্দর থেকে ১২৭৭ কিলোমিটার দক্ষিনে অবস্থান করছিলো, তাই সরকারি আবহাওয়াঅধিদপ্তর থেকে সমুদ্র বন্দর গুলোতে ১ নাম্বার হুশিয়ারি সংকেত নামিয়ে দুই নাম্বার হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।


সরকারি আবহাওয়া অধিদপ্তর থেকে

এটি আরও জোরদার হয়ে উত্তর দিকে অগ্রসর হতেপারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৪৪ কিলোমিটার এর ভেতরে বাতাসের একটানা গড় গতিবেগ ঘন্টায় ৬৭ কিলোমিটার, যা সর্বোচ্চ ঝাপটা হিসেবে ৯০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
সাগর ঐ স্থানে বেশ উত্তাল আছে।

এটি আগামিকাল সকালে ক্যাটাগরি ১ ঘূর্ণিঝড়ে পরিনত হতেপারে, এবং শেষ পর্যন্ত সুপার সাইক্লোনে পরিনত হতেপারে।

এই সিস্টেম টি এখন ধিরে ধিরে বাংলাদেশ উপকূলীয় এলাকার দিকে অগ্রসর হবার ফলে এর প্রভাব বঙ্গোপসাগরে পড়তে শুরু করেছে।

সিস্টেম ল্যান্ডফল : এখন পর্যন্ত যে তথ্য আছে সে হিসেবে আমরা ধারনা করছি এটি ঘূর্ণিঝড় রুপে আগামি ২০ থেকে ২১ শে মের ভেতরে ভারতের উড়িস্যা থেকে বাংলাদেশের বরিশাল উপকূলের ভেতরে যেকোনো স্থানে আঘাত করতে পারে।
তবে পরবর্তী সময়ে এর সময়সূচি পরিবর্তন হতেপারে।
তবে বেশি সম্ভাবনা এটি আগামি ২০ শে মে গভীর রাতের পর দক্ষিন ২৪ পরগনা ও বাংলাদেশের সাতক্ষীরা উপকূল অতিক্রম শুরু করতেপারে।
আর একটু পরিবর্তন হলে সরাসরি পাথরঘাটা বরগুনা উপকূল অতিক্রম করতেপারে,
মনে করুন সেই ২০০৭ সালে সুপার সাইক্লোন সিডর।
তবে এটি সরাসরি বাংলাদেশ উপকূলে আঘাত করলে আঘাত হানার ও এর পার্শবর্তী এলাকায় ঘন্টায় ২২০ থেকে ২৮০ কিলোমিটার পর্যন্ত বাতাস হতেপারে।

তবে বেশি সম্ভব এটি বাংলাদেশ উপকূলে আঘাত করতে পারে প্রবল শক্তি নিয়ে।
তবে কোন উপকূল সেটা সেটা তাড়াতারি আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি।

যেহেতু এটি বাংলাদেশ উপকূলে আঘাত করার কথা, সুতরাং সাতক্ষিরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও এর পার্শবর্তী এলাকায় আঘাত হানতে পারে।
আর সম্ভাব্য দূর্যোগ থেকে বাঁচার জন্য সময় থাকতে প্রয়োজনীয় ব্যাবস্থা নিয়ে রাখুন।

সিস্টেম এর প্রভাব এখনও দেশের অভ্যন্তরে পড়েনি, দেশের উপর স্বাভাবিক কালবৈশাখী ফরমেসন সক্রিয় থাকায় আগামি ১৯ শে মে পর্যন্ত হুটহাট করে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী সহ বৃষ্টি বজ্রবৃষ্টি দ্বারা আক্রান্ত হতেপারে, তবে সেটার সাথে সাগরে অবস্থান করা সিস্টেম এর কোন সম্পর্ক নেই।
দেশের উপর এখন কালবৈশাখী ফরমেসন সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানে আকস্মিকভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বজ্রবৃষ্টির সম্মুক্ষিন হতেপারে, আর এটা এই সিস্টেম এর কোন প্রভাবে নয়, এটা শুধুমাত্র স্থানিয় বজ্রবৃষ্টি মাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

এড ব্লক এল্যার্ট

আমাদের সাইটি ভিজিট করতে দয়া করে আপনার ব্রাউজারের এড ব্লক এক্টেনশনটি বন্ধ করুন।