নিজস্ব প্রতিবেদক
স্কুল কলেজের আয়া ও দারোয়ানদের উপহার সামগ্রী দিল বন্ধুত্ব চার ছয়।
স্কুল ও কলেজের উপহার সামগ্রী উপহার দিলেন চার ছয় বন্ধুত্ব সংঘঠন। স্কুল কলেজ জীবন শেষ করে যখন জীবন জীবিকার তাগিদে সবাই ব্যাস্ত হয়ে যায় তখন আর পিছনের দীকে তাকানোর সময়টা হয়তো কারোরই হয় না। তাই ব্যাতিক্রমি একটি উদ্যেগ নিয়ে সেই ছোটবেলার স্কুল কলেজের দারোয়ান ও আয়াদের জন্য এই করোনা ভাইরাসের কারনে সবাই যখন সব দীক থেকেই ব্যাস্ত তেমনি তৃতীয় বারের মতো সহোযোগিতার হাত বাড়িয়ে দিলো জনপ্রিয় ফেসবুক গ্রুপ এর বন্ধুত্ব চার ছয় এর মডারেটস গন। এসময় মডারেটর ফাহিম আরাফাত বলেন আমরা যখন অসহায়দের ধাপে ধাপে সাহায্য করি তখন দায়িত্ববোধ থেকেই আমাদের ছোট বেলার স্কুল কলেজের কথা মনে পড়লে আমরা তৃতীয় ধাপের উপহার সামগ্রী বিতরন করি।
এবং পরবর্তীতে আমরা অসহায়দের ইফতার সামগ্রী বিতরন করবো। এ সময় তারা তাদের ডঃ খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দারোয়ান ও কায়াদের উপহার সামগ্রী বিতরন করেন। এবং এই বিতরনী কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ।