নিজস্ব প্রতিবেদক,
পাথরঘাটায় পল্লী বিদ্যুৎ বিলে অনিয়মের অভিযোগ উঠেছে
বরগুনার পাথরঘাটায়। পল্লী বিদ্যুৎ বিলে ইচ্ছে মত বিল বসানোর অভিযোগ উঠেছে সরে জমিনে গিয়ে জানা যায় একাধিক ভূক্ত ভোগী তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
তারা মিটার না দেখে অফিসে বসে ইচ্ছে মত বিল বসানোর। করোনা মহামারীতে লগডাউনে থাকা অবস্থায়।
এক ভূক্তবোগী ব্যাবসায়ী জানিয়েছেন দীর্ঘ ৪০ দিন জাবত আমার দোকান বন্ধ ছিলো হঠাৎ করেই পিরোজপুর পল্লী বিদ্যুৎ ওফিসের পাথরঘাটা সাব জোনাল অফিস থেকে একটি বিলের কাগজ দিয়েছে তাতে প্রায় ১২০ ইউনিট খরচ উল্লেখ রয়েছে অথচ আমি দীর্ঘ ৪০ দিন জাবত দোকান খুলেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক আরো একধীক ভুক্তভোগী এরকম ঘটনার শীকার হয়েছেন।
এদিকে প্রায় প্রতিদিনি ইফতারের সময় এবং তারবীহ নামাজের সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার অভিযোগ উঠেছে এতে স্হানীয় বাসিন্দারা তাদের বিরুদ্ধে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ।