বাংলাদেশ

মঠবাড়িয়া অনিদিস্টকালের জন্য শপিংমল বন্ধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

করোনায় ৩জন শনাক্তের পর প্রশাসনের জরুরী সভা ॥ শপিংমল অনিদিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা
মঠবাড়িয়ায় শনিবার (৯ মে) রাতে আপন দু’বোনসহ ৩জন করোনা আক্রান্ত পজিটিভ রিপোর্টের পর উপজেলা প্রশাসনের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ইউএনও ঊর্মি ভৌমিকের সভাপতিত্বে সভায় পৌর মেয়র ও উপজেলা আ’লীগ সভাপতি রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আলী হাসান, অফিসার ইনচার্জ আ.জ.ম. মাসুদ্দুজ্জামান মিলু, ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধি, বণিক সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক, মাইক্রোবাস চালক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ওই সভায় পূর্বের ন্যায় দূরপাল্লার যাত্রীবাহী বাস, নৌযান বন্ধসহ মাইক্রোবাসে রোগী পরিবহনে কর্তৃপক্ষের অনুমতিপত্র, ভাড়ায় চালিত মটর সাইকেলে যাত্রী চলাচল কঠোর বিধি নিষেধ আরোপ, সীমান্তবর্তী এলাকায় টহল জোরদার, মসজিদে মুসল্লীদের সরকারী স্বাস্থ্য বিধি মেনে চলারও আহবান জানান।
এ সভায় মঠবাড়িয়ায় ঈদুল ফিতর পর্যন্ত শপিংমলসহ সকল প্রকার দোকান বন্ধ থাকবে। শুধুমাত্র মুদি, কাঁচা বাজার ও কৃষি পণ্য সকাল ৮টা থেকে ১২পর্যন্ত খোলা থাকবে। পৌর শহরের মাছের বাজার কে.এম লতীফের মাঠে স্থানান্তর করা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

এড ব্লক এল্যার্ট

আমাদের সাইটি ভিজিট করতে দয়া করে আপনার ব্রাউজারের এড ব্লক এক্টেনশনটি বন্ধ করুন।