নিজস্ব প্রতিবেদক
প্রায় দেড় মাস পর আজ খুলছে শপিংমল
করোনা সংক্রমণের ভয় থাকলেও, জীবিকার প্রয়োজনে আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে, খুলে দেয়া হয়েছে শপিংমল ও দোকানপাট।
এদিকে বরগুনার পাথরঘাটার দোকানপাট গুলোতে দেখা গেছে উপচে পরা মানুষের ভীর।
লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে সরকারি বাধা না থাকলেও, দোকান খুলছেন না রাজধানীর বেশিরভাগ দোকানী।
সরকারি নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় খুলছে রাজধানীর পুরান ঢাকার সদরঘাট, পাটুয়াটুরি, ইসলামপুর এলাকার পাইকারি মার্কেট গুলো।
এদিকে, ধানমন্ডি ও এলিফ্যান্ট রোডের কিছু মার্কেট ও শপিংমল খোলা থাকছে। পরিস্থিতি পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেবে অন্য শপিংমলগুলো। এছাড়া খোলা থাকছে বিভিন্ন এলাকার রাস্তার ওপরের দোকানপাট।
এদিকে, অনলাইনে রেজিস্ট্রেশন ও সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার শর্তে খোলা থাকছে আড়ংয়ের ১৪টি আউটলেট।