বাংলাদেশ

বরগুনায় ডিজিটাল নিরাপত্তা আইনে দুই সাংবাদিক গ্রেফতার

অনলাইন ডেস্ক

ডিজিটাল নিরাপত্তা আইনে দুই সাংবাদিক গ্রেপ্তার।

ডিজিটাল নিরাপত্তা আইনে দুই সাংবাদিক গ্রেপ্তার
মা-মেয়ের বিষয়ে মিথ্যা বানোয়াট গুজব ছড়ানোর অভিযোগে এই মামলা করা হয়।
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে দায়ের করা এক মামলায় বরগুনার দুই সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ মে) গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির হোসেন মোহাম্মদ।

গ্রেপ্তার দুই সাংবাদিক হলেন— ২৪ ও বাংলা ট্রিবিউন এর বরগুনা জেলা প্রতিনিধি সুমন সিকদার, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামাল মীর।

একই মামলায় রমিজ জাবের টিংকু ও ছগির নামের আরো দুইজন গ্রেপ্তার হয়েছেন। তাদের থানা হেফাজতে রাখা হয়েছে। অন্য আসামিরা হলেন— আসাদ সবুজ, রাব্বি, ছগির হোসেন ও রুবেল।

ওসি আবির হোসেন মোহাম্মদ জানান, বুধবার লামিয়া নামে এক নারী তাদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। মামলায় সাতজন আসামি রয়েছেন। আসমিদের বিরুদ্ধে ওই নারী ও তার মায়ের বিরুদ্ধে ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে মিথ্যা বানোয়াট গুজব ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।

আজ তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

এড ব্লক এল্যার্ট

আমাদের সাইটি ভিজিট করতে দয়া করে আপনার ব্রাউজারের এড ব্লক এক্টেনশনটি বন্ধ করুন।