প্রতিবেদনবাংলাদেশ

কুয়াকাটায় শুধু পেপে সিদ্ধ করে খেয়ে দিন পার করছে একটি পরিবার

কুয়াকাটা প্রতিনিধিঃ এ,আর আরিফ

গত কয়েক দিন ধরে শুধু পেঁপে সিদ্ধ করে খেয়ে দিন পার করছে কুয়াকাটায় আছিয়ার পরিবার । জাতীয় পরিচয় পত্র কার্ড না থাকায় সরকারি কোন সাহায্য ও সহযোগিতা পাচ্ছেন না এই পরিবারটি । তাই
অসহায়ের বিতরেই দিন পার করতে হচ্ছে কুয়াকাটা পৌরসভাদীন ৯ নং ওয়ার্ডের বাসিন্দা আছিয়া বেগম (৪০) ও তার ছেলে মেয়েদের ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,
৮ বছর আগে তার স্বামী মারা যায়, এক ছেলে এক মেয়ে
নিয়ে খুব কষ্টে কোন রকম দিন কাটাচ্ছেন তারা।
পুর্বে রাস্তার কাজ চলা কালে লেবার দের ভাত রান্না করে দিতেন সামান্য টাকা পেতেন তিনি, বর্তমানে অসুস্থ থাকার কারনে কোন কাজ করেতে পারেছেন না তিনি ।
জানা যায়,ছেলে আসলাম কাজ করতো কুয়াকাটা সিকদার রিসোর্টে গ্রিল মিস্ত্রি হিসেবে, কাজ করতেন বর্তমানে করোনা পরিস্থিতিতে লক ডাউনে কাজ বন্ধ হওয়ার বেতনের টাকাও পাননি আসলাম ।

জানা গেছে, টাকার জন্য কন্টাক্টর রফিক সাহেব কে অনেক বার ফোন দিলেও ফোন ধরেননি তিনি।

আরো জানা যায়,পরিবারটি ভাই হানিফ এর ভাড়া দেয়া বাসার এক রুমে দুই বছর ধরে থাকেন তারা, শুধু থাকা ছাড়া অন্য কোন সাহায্য সহযোগিতা পাচ্ছেননা ভাইয়ের কাছ থেকে আছিয়া বেগম । এখন নিয়মিত তার ঘরে রান্না হয়না। বাড়ির পাশের বাসা থেকে যখন খাবার দেয় তখন তারা খায় ।

বর্তমানে ৯ নং ওয়ার্ড ছাত্রলীগ আফির খলিফার মা তাকে সব সময় কম বেশি খাবার দিয়ে সহযোগিতা করেন বলে জানান তিনি।
আজকের রোজা আছেন কি না জিজ্ঞেস করলে উত্তর হ্যা হলেও
আজকের ইফতার হবে কি দিয়ে জানেন না আছিয়া বেগম।
ইফতারির কথা জিজ্ঞেস করতেই উত্তর দিলেন,
আল্লাহ ব্যাবস্হা করবেন ।

আছিয়ার পড়িবারটি অসহায়ের বিতরে জীবন যাপন করছেন ৷

ফটো সাংবাদিক কুয়াকাটা বার্তা কে,এম বাচ্চু বলেন,
অসহায় আছিয়া বেগম এর জন্য
উপহার সামগ্রী পাঠিয়ে সহযোগিতা করেছেন
কুয়াকাটা ক্লাব লিঃ এবং নাম প্রকাশে অনিচ্ছুক” তিনি এর আগেও বাদাম বিক্রেতা বাদশা মিয়াকে সহযোগিতা করেছেন।

Leave a Reply

Back to top button

এড ব্লক এল্যার্ট

আমাদের সাইটি ভিজিট করতে দয়া করে আপনার ব্রাউজারের এড ব্লক এক্টেনশনটি বন্ধ করুন।