বাংলাদেশ
করোনা পরিস্থিতি ভালো হলেই দুই সপ্তাহ সময় দেওয়া হবে পরীক্ষার্থীদের
দেশে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে চলমান লকডাউন কাটলেই এসএসসি পরীক্ষার ফল এবং এইচএসসি’র পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দিপু মনি। তবে এইচএসসি পরীক্ষার্থীদের কমপক্ষে ১৪ দিন সময় দেয়া হবে পরীক্ষার প্রস্তুতির জন্য।
শিক্ষামন্ত্রী গণমাধ্যমকে জানান, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিক হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এছাড়াও স্থগিত হওয়া পরীক্ষাসহ যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি আরো বলেন, এসএসসির রেজাল্ট হলেই সঙ্গে সঙ্গে কলেজগুলোতে ভর্তির ব্যবস্থা করা যাবে। যখন সব কিছু ঠিক হয়ে যাবে তখন থেকে ২ সপ্তাহের মধ্যে একটি নোটিশ দিয়ে যেসব পরীক্ষা স্থগিত হয়ে আছে সেসব পরীক্ষার্থীদের পরীক্ষাগুলো নেওয়া হবে।