বাংলাদেশ

পদ্ধা সেতুর ২৯ তম স্প্যান বসছে আগামীকাল

নিজস্ব প্রতিনিধিঃ- এ,আর আরিফ

অনুকূল আবহাওয়া ও কারিগরি জটিলতা দেখা না দিলে পদ্মাসেতুর ২৯ তম স্প্যান বসছে সোমবার। ২৯তম স্প্যানটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হবে সেতুর ৪ হাজার ৩৫০ মিটার।
সোমবার (৪ঠা মে) সকাল থেকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ১৯ ও ২০ নম্বর পিলারের উপর স্প্যানটি বসানো হবে। ২৮ তম স্প্যান বসানোর ২৩ দিনের মাথায় বসতে যাচ্ছে ২৯ তম স্প্যানটি। বর্তমানে পদ্মাসেতুর ৪২০০ মিটার দৃশ্যমান হয়েছে।

আজ রবিবার সকালে স্প্যানটি মুন্সিগঞ্জের মাওয়া কুমার ভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে নিয়ে যাওয়া হয়েছে নির্ধারিত পিলারের যায়গায় । এই ২৯তম স্প্যান বসানো হলে বাকি থাকবে আর মাত্র ১২টি। জানা গেছে, সসম্প্রতি চীনে পদ্মাসেতুর সর্বশেষ দুটি স্প্যানের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। এরই মধ্যে স্প্যান দুটির মালামাল ও যন্ত্রাংশ বাংলাদেশে আসার অপেক্ষায়।

মূল সেতুর প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের বলেন, ‘মাওয়াতে বর্তমানে ঝড়ো আবহাওয়া চলছে। এই রোদ, এই ঝড়-বৃষ্টি। আবহওয়া অনুকূলে থাকলে সেতুর ২৯ তম স্প্যান সোমবার সকালে মাওয়া প্রান্তের ১৯ এবং ২০ নম্বর পিলারের উপর স্থাপন করা হবে। এতে সেতুর ৪ হাজার ৩৫০ মিটার স্প্যান স্থাপন সম্পন্ন হবে। ইতোমধ্যে স্প্যানটিকে আজ সকালে ৮টায় নির্ধারিত পিলারের কাছে আনা হয়েছে।’

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণকাজ শুরু হয়। মূলসেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

এড ব্লক এল্যার্ট

আমাদের সাইটি ভিজিট করতে দয়া করে আপনার ব্রাউজারের এড ব্লক এক্টেনশনটি বন্ধ করুন।