পাথরঘাটাপ্রতিবেদনবাংলাদেশ

পাথরঘাটায় সাহসিকতার বিড়ল দৃষ্টান্ত স্থাপন করলেন মেডিকেল টেকনোলোজিস্ট এম এইস হাসিব

বার্তা সম্পাদক : মিরাজ হোসাইন পাথরঘাটা বরগুনা
ডিজিটালচোখ.কম

বরগুনা জেলাধীন পাথরঘাটা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এখন পর্যন্ত মোট ৮৪ জনের নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য বরিশালেে পাঠানো হয়। এতে এখন পর্যন্ত দু জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় শনাক্ত দু জন পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলিউসিন ওয়ার্ড এ চিকিৎসাধীন রয়েছে।

এদিকে পাথরঘাটা উপজেলায় মোট টেকনিশিয়ান রয়েছে ১১ জন তাদের মধ্যে বাকি ১০ জনই নমুনা সংগ্রহে ব্যার্থতা প্রকাশ করে। শুধু এইস এম হাসিব ছাড়া কেউই করোনা রোগীদের নমুনা সংগ্রহ করতে আসেনী। এ বিষয় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাম প্রকাশেে অনিচ্ছুক এক কর্মকর্তা ডিজিটালচোখ.কমকে জানান করোনার ভয়ে তারা এগিয়ে আসতে সাহস করেনি একমাত্র এইস এম হাসিব ছাড়া। তিনি এই বিড়ল দৃষ্টান্ত স্থাপন করেছেন
করোনা নাম শুনলেই যেখানে মানুষ দৌড়ে পালায়, সন্তান যখন পিতা-মাতা কে রাস্তায় জঙ্গলে ফেলে যায় ভয়ে আর আতঙ্কে মানুষ যখন সামাজিক দূরত্ব বাড়িয়ে দিয়ে একাকিত্ব জিবন জাপন শুরু করেছে এমনি এক সময় তিনি তার সাহসিকতার পরিচয় দিয়ে মানুষের পাশে দাড়ানোর জন্য তার জীবনের মায়া ত্যাগ করে মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

এড ব্লক এল্যার্ট

আমাদের সাইটি ভিজিট করতে দয়া করে আপনার ব্রাউজারের এড ব্লক এক্টেনশনটি বন্ধ করুন।