সব

আন্তর্জাতিক নারী দিবস পালন

আজ আন্তর্জাতিক নারী দিবস। নানা আয়োজন ও কর্মসূচির মাধ্যমে বরগুনার এনজিও সংগ্রাম (সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচী) দিবসটি উদযাপন করেছে। এবারের নারী দিবসের শ্লোগান হলো ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’।
দিবসটি উপলক্ষে সংগ্রাম বরগুনা প্রধান কার্যালয় আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলাপাড়াস্থ সংগ্রাম’র ১২৯ জন প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে পিএইচআরপিবিডি প্রকল্পের মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা, ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এছাড়াও সংগ্রাম’র কৈশোর কর্মসূচিতে এই অনুষ্ঠানকে ঘিরে নারী সফলতাকে বিষয়বস্তু করে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
১৮৪৮ সালের ১৯-২০ জুলাই নিউইয়র্কে সর্বপ্রথম নারীদের অধিকার নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৯৭৫ সালে আন্তর্জাতিক নারী বর্ষ উপলক্ষে জাতিসংঘ দিবসটি প্রথম পালন করে। তার পর ১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ৮ মার্চকে নারী অধিকার ও বিশ্ব শান্তি দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয়।

Leave a Reply

Back to top button

এড ব্লক এল্যার্ট

আমাদের সাইটি ভিজিট করতে দয়া করে আপনার ব্রাউজারের এড ব্লক এক্টেনশনটি বন্ধ করুন।