পাথরঘাটাবরগুনাবিজ্ঞান ও প্রযুক্তি
গ্রিনওয়ে আইটি সলুউন্স এর এক বছর পূর্তি।
বাংলাদেশের সর্ব দক্ষিনের জেলা বরগুনার পাথরঘাটায় মান সম্পন্ন একটি আইটি এজেন্সি গ্রিনোওয়ে আইটি সলুউন্স। গত বছর করনা কালে পাথারঘাটার কয়েকজন তরুন শিক্ষার্থীরা গড়ে তোলেই এই নতুন প্রজন্মের ব্যাবসা প্রতিষ্ঠান। যেখান থেকে কয়েক জন উদিয়মান তরুণ মিলে নানা সংর্কিরনতার মধ্যে দেশে ও বিদেশে দিয়ে যাচ্ছে আইটি সেবা সহ, ওয়েব ডিজাইন, মোবাইল এপ, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব হোস্টিং ও কোর্স সহ না তথ্যপ্রযুক্তি মূলক সকল সেবা।
গত ১ আগস্ট এজেন্সিটির ১ বছর পূর্ন হয়। সফল এক বছর পূর্তিতে একটি কেক কেটে উৎযাপন করেন গ্রিনওয়ে আইটি সলুউন্স পরিচালক শাওন আল ইমরান হোসাইন সহ সিওও সাদিকুর রহমান হৃদয়, ইন্সট্রাকটর রাকিব আকন, কো-ইন্সট্রাকটর মোরশেদ মিঠু ও এডভাইসর কাজি আরিফ সহ অন্যান্য সকল শুভাকাংক্ষিরা।