পাথরঘাটাসব

পাথরঘাটা পৌরসভার জনদুর্ভোগ নিয়ে খোলা চিঠি দিলেন  মানবতার ফেরিওয়ালা সিহাব সিকদার।

নিজস্ব প্রতিবেদক,
বরগুনার পাথরঘাটা পৌরসভার জনদুর্ভোগ নিয়ে দীর্ঘদিন  ধরে আলোচনা সমালোচনা চলছেই কোনো সমাধান না পেয়ে স্থানীয় লোকজনের রয়েছে নানা অভিযোগ, এ নিয়ে ফেইসবুকে একটি খোলা চিঠি দিলেন জনপ্রিয়  ফেসবুক গ্রুপ পাথরঘাটা আলো পরিবারের সিহাব সিকদার।
চিঠিটি হুবাহু তুলে ধরা হলো ঃ
পাথরঘাটা থানার সামনের দিঘির পশ্চিম পাশের রাস্তা ১৫বছরের উপরে নষ্ট,  হাটার ব্যাবস্থা নেই,
এখন বসতবাড়ি পুকুরে চলে যাওয়ার উপক্রম। 
একে একে অনেক জনপ্রতিনিধিরা ওয়াদা করেছেন গাইডওয়াল দিয়ে রাস্তা করে দিবেন।
কিন্তু সবাই তাদের উদ্দেশ্য হাসিল করে, এই এলাকার মানুষদের দেয়া কথা রাখেনি কেউ,  শুধু রেখেগেছেন তাদের মিথ্যা আশ্বাস।

আর আপনিও এদের বাহিরে নন, আপনি নির্বাচনের পুর্বে এই এলাকার মানুষের কাছে বলেছিলেন,  নির্বাচিত হলে প্রথম কাজ 
গাইডওয়াল দিয়ে রাস্তা করে দিবেন।
আর এই এলাকার মানুষ আপনাকে অনেক বিশ্বাস করে তাদের মূল্যবান ভোটটি উপহার দিয়েছেন, কিন্তু আজপর্যন্ত আপনার দেখা মেলেনি অত্র এলাকায়, ও বিন্দুমাত্র আপনার উন্নয়নের ছোয়া পড়েনি এই এলাকায়। 
এই এলাকার মানুষ এখনো আশায় আছেন আপনি তাদের দেয়া কথা রাখবেন, আমরা বিশ্বাস করি আপনি চেষ্টা করলে অবশ্যই গাইডওয়াল সহ রাস্তা করা সম্ভব,, আপনার প্রতি
বিনীত অনুরোধ,  আপনি এই এলাকার মানুষের কষ্টটা একটু হলেও বুঝবেন।

এই এলাকার মানুষের পক্ষথেকে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, খুব শিগগিরই এই এলাকায় আপনি নিজে গিয়ে তাদের দুঃখের কথা শুনে আসবেন। 

আল্লাহ্ আপনাকে ভালো কাজ করার তৌফিক দান করুন,আর আল্লাহ্ আপনাকে নেক হায়াত দান করুন, আপনার সুস্বাস্থ্য কামনা করি,

ইতি পাথরঘাটা পৌরসভার অবহেলিত জনগনের একজন 
                 শিহাব সিকদার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

এড ব্লক এল্যার্ট

আমাদের সাইটি ভিজিট করতে দয়া করে আপনার ব্রাউজারের এড ব্লক এক্টেনশনটি বন্ধ করুন।