নিজস্ব প্রতিবেদকঃ আব্দুল্লাহ আল রাফী কাঠালতলী।
বরগুনার পাথরঘাটার পাথরঘাটা টু মঠবাড়িয়া মহাসড়কের অবস্থা বেহাল।
এতে সাধারণ মানুষের চলাচলে অনেক ভোগান্তি হচ্ছে।
ঘটছে নিত্যনতুন দূর্ঘটনা,এ দূর্ঘটনার কারনে অনেকের জীবন ও বিপন্যের মুখে।সৃষ্টি হচ্ছে জ্যামের।
এ নিয়ে সাধারণ জনগন আছে ভয়ের মুখে।এ মহাসড়কের অবস্থা খারাপ বলে সাধারণ মানুষ গুলোর হচ্ছে সময়ের অপচয় এবং তারা স্বাস্থ্য ঝুঁকিতেও রয়েছে
বিগত দিনগুলোতে কর্মজীবিরা পারছিলো না সঠিক সময়ে তাদের কর্মস্থলে পৌঁছাতে, ছাত্র-ছাত্রীদের হচ্ছিলো স্কুল যেতে বিভিন্ন সমস্যা, কেউ-ই সঠিক সময়ে নিজ গন্তব্যস্থলে পৌঁছাতে পারছে না।বৃষ্টির দিনে রাস্তায় তৈরি হচ্ছে সমুদ্র।এতে সাধারণ মানুষের চলাচল হচ্ছে অনেক অসুবিধা। স্থানীয় বসিন্দাদের অভিযোগ করে বলেন রাস্তার কাজে অবহেলা করা হচ্ছে।
রাস্তার অবস্থা বেহাল বলে গাড়ির ড্রাইভারেরা দাবি করছে অধিক।
উল্লেখ্য করোনাকালীন সময়ের আগেই এই সড়কটিতে কাজ শুরু হয়েছেিলো কিন্ত সড়কটিতে দূর্নীতি করে স্থানীয় ঠিকাদার এরপরে কাজটি সম্পূর্ণ ভাবেবন্ধকরে দেওয়াহয়।