মোঃ ইসমাইল হোসাইন | বামনা উপজেলা প্রতিনিধি,
গত ২৪ ঘন্টায় বরগুনায় নতুন করে ৯ জন করোনা রোগী সনাক্ত । এদের মধ্যে বরগুনা সদর উপজেলায় : ১৮৬+২; আমতলী: ৫২+৪; বামনা: ৩৭+২; বেতাগী: ৩৬; পাথরঘাটা: ২৯+১; তালতলী: ১৯।
বামনা উপজেলায় পূর্বে সংগৃহিত নমুনার মধ্যে ০২ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্হিতি পাওয়া গেছে।একজন বামনার বুকাবুনিয়া গ্রামের বাসিন্দা ও ডৌয়াতলা বসবাসকারী, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী ও অন্যজন হাসপাতালের স্বাস্থ্যকর্মী। এ নিয়ে বামনায় মোট আক্রান্ত সংখ্যা ৩৯। এবং এপর্যন্ত মোট ২৭ জন ছাড়পত্র পেয়েছেন।
জেলায় মোট কভিট-১৯ এ আক্রান্তের সংখ্যা ৩৬৮ মৃত্যু -৫ সুস্থ; ১৯৪ এবং বর্তমানে চিকিৎসাদীন করোনা পজেটিভ রুগীর সংখ্যা ১৬৯ জন।
সূত্র এম,আই,এস,বিভাগ,জেলা সদর হাস্পাতাল বরগুনা৷